পরমানুগল্প :: চোর

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: বুধ, ১৬/০৪/২০০৮ - ১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মফস্বল শহরে বাসা পাল্টানো খুবই ঝামেলার কাজ।ওখানে ঢাকার গত প্যাক এন্ড মুভ জাতীয় সংস্থা থাকেনা।তবু কাজটা প্রায়ই করতে হয়।বাবা সরকারী চাকুরী করেন,বদলীর চাকুরি।গড়ে তিন বছরে একবার বদলী।আমরা দেশের বাড়ী থেকে দু-চারজন লোকজন আনি জিনিসপত্র আনা নেওয়া করার জন্য।একবার বদলীর পর নতুন বাসায় আমার ছোট্ট ওয়াকম্যানটা খুঁজে পাইনা।আম্মাকে বলি ।আম্মা দোষ দেন দেশ থেকে আসা লোকগুলোর।"বুঝিস না চোর-ছ্যাচ্চর এর জাত ,যা চোখে পড়ে তাই নিয়ে যায়।আমিওতো দরজার একটা সাদা পর্দা পাচ্ছিনা।" কাজের মেয়েটা বলে "ভাইজান এরা চুর,আমরার চেনটা নিছে,বিচরাইতেছি,পাইত্যাছি না,"।আব্বা অফিস থেকে ফিরলে আম্মা বিচার দেন কি লোক নিয়া আসছ,বাসার নানান জিনিস সরাইছে।আব্বা বলেন দেশের বাড়ী থেকেই তো লোক নিয়া আসলাম,এরা চুরি করলে কি করবা।আম্মা গজরাতে থাকেন।আমি ভাবি শালা চোরের দেশ,সব শালা চোর।চোরের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে রাতে ঘুমাতে যাই।

পরদিন সকালে নতুন কেনা আলমিরাটা খুলতে গিয়ে ওয়াকম্যান আর দরজার সাদা পর্দাটা পাওয়া যায়।

eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

ভালো হয়েছে। লিখতে থাকুন।
অনুগল্পের মতোন পরমানুলেখার খপ্পরে পরেছেন না কি?

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

eru এর ছবি

অনুগল্প,পরমানুগল্প খুব খারাপ জিনিস।কোন আইডিয়া মাথায় আসলে বড় করতে ইচ্ছে করেনা।খপ্পরই বলা যেতে পারে।

মাহবুব লীলেন এর ছবি

আপনাদেরকে অত জিনিসপত্র কিনতে কে বলেছে?

এক্কেবারে ঝাড়া থাকতে পারেন না?
শুধু হাত আর পা?

তাহলেই তো চুরির ভয়ও নাই। বাড়ি থেকে লোক আনার ঝামেলাও নাই

অতিথি লেখক এর ছবি

আচ্ছা ঝাড়ছি।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জ্বি
তাড়াতাড়ি ঝাইরা ফালান।
কারণ ন্যাংটার নাই বাটপারের ভয়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

eru এর ছবি

অবশেষে ন্যাংটাই বানায়ে ফেললেন আফা!

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল পরমানুগল্পের আইডিয়া। তবে শেষ লাইনটিতে কি একটি নেই-- কি যেন দিয়ে শেষ হলে আরও ভাল লাগত। দুঃখিত এ মন্তব্য করবার জন্য। হয়তো আমি ঠিক নই।

ক্যামেলিয়া আলম

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বেশ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।