মনে সুখ নাইরে... ১

উলুম্বুশ এর ছবি
লিখেছেন উলুম্বুশ [অতিথি] (তারিখ: সোম, ২১/০৪/২০০৮ - ৯:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

*************************উলুম্বুশ*******************
********kamrultopu@yahoo.com************
*****************************************************
একটা বেশ জনপ্রিয় প্যারোডি গান আছে। আমাদের এক বড় ভাই আছে উনি আমাদের এখানে সব গেদারিং এ এই গানটা গায়। এই গান আমি প্রথম শুনেছিলাম আমাদের কলেজের এক্স ক্যাডেটদের সাথে একটা পিকনিকে। বোরহান ভাই জাপানে এই গানটাকে চরম জনপ্রিয় করে তুলেছে। আমার পুরাটা মনে নেই। তবে কিছুটা স্মরণশক্তি আর কিছুটা নিজে বানিয়ে লিখার চেষ্টা। যাহোক দেখা যাক বোরহান ভাইর মনে সুখ নাই কেন?

মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়ে করে জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

পরথমে করলাম বিয়া জেলার নাম ঢাকা
বউ আমারে ভালবাসেনা চায় যে শুধু টাকা
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮ টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলার নাম ভোলা
বাসর রাইতে গিয়া দেখি বউয়ের কোলে পোলা,
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা পিরোজপুর
শ্বশুরবাড়ি যাইয়া শুনি শ্বশুর গরুচোর
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালি
বউরে আমার ভাল লাগে না ভাল লাগে শালী
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

তারপরেতে করলাম বিয়া জেলা বরিশাল
বিয়ার পরে বুইঝা গেলাম বউ বাজারের মাল
মনে সুখ নাইরে।
মনে সুখ নাইরে সুখ পরানের পাখি
১৮টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখ নাইরে।

এহেম এহেম আর চালানো কি ঠিক হবে? এই গানের পরে আরো অনেক সেন্সর কথাবার্তা আছে। তাই আগানোর আগে একবার পাবলিশ করে জনমত জরিপ করার ইচ্ছা হল। কোন জেলাকে খাটো করার ইচ্ছা ছিল না। তাও কেউ মনে আঘাত পেলে করজোড়ে ক্ষমাপ্রার্থী। সবাই চাইলে বাকি ১৩ টা জেলার কাহিনীও বলার ইচ্ছা ছিল।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- লম্বাবাঁশ ভাই, চলতে আছিলো তো ভালৈ। চোখ টিপি
বছর কয়েক আগে অনেক দিন পরে ঢাকায় ফিরা কার্জন হলে বইসা একবার বন্ধুগো লগে গলা মিলাইছিলাম পুঁথির সুরে।
ক'তে কল্পনা দি'র ঘরে
খ' তে খগেন বাবু ঢুকে...

বাকিটা কৈলে জুমার নামাজের পরে আমার কল্লাকর্তনের আদেশ জারী হৈয়া যাইতে পারে। চোখ টিপি
পোলাপাইন বিরাট বদ হৈয়া গেছে ঢাকা শহরে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলতে থাকুক...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

@ধূ,গো এবং সুপা শিমুল
ধন্যবাদ। এই লেখাও পুরাটা শেষ করলে আমারও কল্লা কর্তনের ছোট্ট আবেদন উঠতে পারে। তাও আপনারা সাহস দিলেন বলে চালাব আশা রাখি। আমি কিন্তু খারাপ হই নাই। এইটা বোরহান ভাইর গান। আমি খুউউউউউব ভাল ছেলে।

মাহবুব লীলেন এর ছবি

তার পরেতে করলাম বিয়া বাড়ি তার সিলেট
বৌ আমার আলা-ভোলা আসোল কামেই লেট...
আমার সুখ নাই রে..

অতিথি লেখক এর ছবি

হাহাহা.... মজা পেলাম লেখাটা পড়ে। একটা password protected zone তৈরি করা যেতে পারে যেখানে এইসব লেখা পুরো ছাপলেও কল্লা কর্তনের কোন সম্ভাবনা থাকবে না। সাহিত্যে আদিরসের গোপন প্রভাব কখনই কমবে বলে মনে হচ্ছে না।

ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।