দেশে যাচ্ছি, কিন্তু...

উলুম্বুশ এর ছবি
লিখেছেন উলুম্বুশ [অতিথি] (তারিখ: শনি, ০৯/০৮/২০০৮ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খাতার পাতায় ক্যালেন্ডার আঁকা আর দিন কাটাকাটির খেলা আমার আর শেষ হল না। সেই ক্লাস সেভেন যখন ক্যাডেট কলেজ গেলাম সেদিন থেকে শুরু হল খাতার পাতায় বাড়ি যাবার দিন গুনার জন্য স্পেশাল ক্যালেন্ডার বানানো। বানিয়ে সেটা রেখে দিতাম। অনেক দিন পর একবার বের করে একসাথে দিন কাটতাম। আর দেখতাম আর কত দিন বাকি। এখনো বানাই তবে এখন আর দিন না মাস, বছর এইসব গুনি। এরকম দিন কাটাকাটি করতে করতেই হঠাৎ করে দেখি আর মাত্র ৭ দিন আছে আমার দেশে যাবার। আগামী সপ্তাহে এই দিনে আমার ঈদ। শনিবার প্লেনে উঠব। অনেক দিন থাকব যদিও তাও দেখা যাবে যেদিন দেশে নামব তারপর থেকে দিনগুলা হয়ে যাবে ৫-৭ ঘন্টার মনে হবে পরদিনই আমার চলে আসার দিন এসে গেল। আগষ্ট এর ১৬ তারিখে রওনা দিয়ে সেপ্টেম্বর এর ২৯ তারিখে ফিরব। একটাই আফসোস আসল ঈদটা পাবনা। ঈদ পাবনা তা ব্যাপার না ব্যাপার হল ঈদের ৪-৫ দিন আগে ফিরে আসতে হবে। ঈদ করিনা অনেক বছর তাই সেটা গায়ে লাগবে না তবে এই ঈদ পেতে পেতেও না পাওয়াটা মনে হয় কষ্ট হবে।
আরো একটা মন খারাপ লাগা আছে। সেদিন এক আপু মেইলে বলল তোর জন্য আমার চিন্তাই লাগছে তুই দেশে আসবি কিন্তু তোর মনে হয় মন খারাপ হবে বিরক্ত লাগবে, মেজাজ খারাপ হবে। কারণ এসে দেখবি বন্ধুদের সবার চাকরি হয়ে গেছে কিংবা অনেকে বাইরে চলে গেছে। পরে চিন্তা করে দেখলাম আসলেই তাই হবে। এই পর্যন্ত যতবার দেশে গিয়েছি গিয়েই পরেরদিন বের হয়েছি বন্ধুদের খোঁজে । এইবার গিয়ে অপেক্ষা করতে হবে পরের উইকএন্ডের জন্য তাও সবাই এক সাথে ছুটি পায় না। কারো দেখা গেল শুক্র শনি, কারো বা শনি রবি আবার কারো বা বৃহস্পতি , শুক্র। সেখানে আবার প্রায় সবারই কিছু পার্সোনাল রিলেশন আছে সেখানে সময় দিতে হয়। মনে হয় এইবার দেশে গেলে অনেক পরিবর্তন দেখব। ব্যগা গোছানো ছাড়াও মনকেও গুছাতে হবে দেশে যাওয়ার আগে যাতে এইসব দেখে মন খারাপ না হয়।
দেশের রাস্তায় হঠাৎ করে যদি অন্তর্জালের এইসব না দেখা কারো সাথে দেখা হয়ে যায় তাহলে মন্দ হয় না। হয়ত বা শাহবাগের রাস্তায় দেখে ফেললাম লীলেন ভাইকে আমাকে কেউ চিনবে না হয়ত আমি কাউকে ডেকে কথা বলব না তাও মনে মনে একটা ভাল লাগা ঠিকই কাজ করবে। হয়ত দেখা যাবে সেটা আসলে লীলেন ভাই ই ছিল না।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ্যাভ আ নাইস ট্রিপ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মনজুরাউল এর ছবি

ঘরের ছেলে ঘরে আসুন ।
দেখে যান তদারকি জমানায় কতটা বদলেছে দেশ !

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

তানবীরা এর ছবি

আমার এই সমস্যাটা খুব হতো। বোনদের / বান্ধবীদের বিয়ে হয়েছে, প্লাস অফিস, বাচ্চা। ভাইদেরও সেম জিনিস। তবে এখন একটা রুটিন করেছি, বেলা করে ঘুম থেকে উঠে বসুন্ধরায় চলে যাই কিংবা টিএসসিতে। ভালো সিনেমা কিংবা শপিং দিয়ে সাথে ভালো লাঞ্চ বিকেলে ফিরি। তখন সবাই বাড়ি ফিরে। আমিও খুশী, অন্যরাও খুশী।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নিঝুম এর ছবি

বন্ধুরা নেই কিংবা ব্যাস্ত ... তাতে কি ?? টি এস সি , টং এর চা, শহীদ মিনার চত্বর, মানুষের আতিথিয়তা, আন্তরিকতা, ভালোবাসা, রাস্তার কোলাহল, চিত্‌কার, মানুষের সমুদ্র... সব আছে ...সব । বুক ভরে দেশের মাটির গন্ধ নিন । বাংলাদেশ আপনাকে বুকে টেনে নিবে... চমত্‌ার একটা ভ্রমণ হোক... এই আশা...
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

উলুম্বুশ এর ছবি

সবাইকে ধন্যবাদ। খারাপ হবে না তাই না ! আসলে দেশে আসাটাই অনেক মজার বাকিগুলা চাটনী। থাকলে অনেক ভাল না থাকলেও এই ছাতার বিদেশ জীবন থেকে বহুত বহুত ভাল। একবার দেশে গেলে আবার বিদেশে থাকার শক্তি পাওয়া যায় আরো কিছু দিন থাকা যাবে।
**************************
অভিলাষী মন চন্দ্রে না পাক জ্যোৎস্নায় দিও সামান্য ঠাঁই

---------------------------------------------------------
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় দিও সামান্য ঠাঁই

হাসান মোরশেদ এর ছবি

নিরাপদ থাকুন ।
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জি.এম.তানিম এর ছবি

আয় বন্ধু, তোর আসা শুভ হোক।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এয়ারপোর্টে লাগেজ-এর প্রতি খেয়াল আর ট্যাক্সিতে উঠতে ভেবে চিন্তে। তবে ভালো হয় পরিবারের সদস্যরা নিজেরা কোনো বাহন নিয়ে এলে। দেশের মাটিতে অবতরণ মঙ্গলময় হোক।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রাফি এর ছবি

স্বাগতম...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মুশফিকা মুমু এর ছবি

আহা কি মজা আপনার দেঁতো হাসি চেষ্টা করে দেখেন হয়ত ঈদ করেই আসতে পারবেন। যাওয়ার জন্য ব্যাগ গোছানোর সময়টা যে কি মজার হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।