স্বপ্ন শেষে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ২৯/০৮/২০১০ - ১২:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

যখন আমি
মগ্ন-চেতন
শব্দে শব্দে
ফুল ফোটাতে
ফাগুন মাসে;

সবাই তখন
আমায় দেখে
আড়াল থেকে
মুখ লুকিয়ে
মুচকি হাসে।

যখন আমার
বন্ধুরা সব
তাস পেটাচ্ছে
আড্ডা দিচ্ছে
উঠছে হেসে;

আমি আপন
মুদ্রাদোষে
বিলোল নেশায়
ছন্দে ছন্দে
যাচ্ছি ভেসে।

উদাস মনে
নদীর তীরে
একলা বসে
কইছি কথা
জলের কাছে;

বন্ধুরা সব
ব্যস্ত ভীষণ
প্রমোশন আর
প্লটের বুকিং
আটকে আছে।

আসলে তুমি
বললে আমায়
লজ্জা ব্রীড়ায়
প্রেমের ক্রীড়ায়
একটু হেসে;

শিউলী ফোটা
সকাল দিলেম
তোমার হাতের
মুঠোয় ভরে
ভালোবেসে;

ভাঙ্গা ঘরে
রাঙা আলোয়
দুই নয়নে
লাগলো নেশা
অনিমেষে;

ফুচকি মেরে
মুচকি হাসে
আজব পাখি
কষ্ট আঁকি
স্বপ্ন শেষে।

রোমেল চৌধুরী


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।