অন্ধকারে চোখ সয়ে এলে

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: শনি, ০৮/০৮/২০১৫ - ৮:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

হার্মাদ ঝড় এসে
দপ করে আকাশের পিদিম নিবিয়ে দিল।

আত্মমগ্নতা ঝেড়ে ফেলে যেখানে ছিলাম, সেখানেই ফিরে এলাম।
বস্তুতঃ এখন এমন আলো নেই— আমাকে যা দেখাতে পারে
পরম মুক্তির পথ, এই ক্রান্তিকালে।

ওই দেখি অন্ধকার গাঢ় হচ্ছে থোকায় থোকায়
অন্ধকার টিপে ধরছে সোনালি রোদের টুটি

অপেক্ষা করছি...
অন্ধকারে চোখ সয়ে এলে পালাবো দ্বিতীয় কোন গন্তব্যে

পালাবো কেন?


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

ভাল লাগল, অনেক দিন পর আপনার কবিতা পড়লাম, ভাল আছেন নিশ্চয়ই ...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রোমেল চৌধুরী এর ছবি

ভালো আছি, শাহীন ভাই। আপনি ভালো আছেন তো? মাঝে-মধ্যে মনে হয় লেখালেখি ছেড়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কোট করলে পুরো কবিতাটাই কোট করতে হতো।

অন্ধকার আরও গাঢ় হচ্ছে। পালাতে হলে এখনি। চোখে অন্ধকার সয়ে যাবার মতো যথেষ্ট সময় পাওয়া যাবে না


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা এর ছবি

পূর্ণ সহমত।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রোমেল চৌধুরী এর ছবি

কিন্তু পালাবো কোথায়? দ্বিতীয় কোন গন্তব্য আছে কি?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যত দূর গেলে মানুষ হারিয়ে যেতে পারে, মানুষ কখনোই তত দূরে পালাতে পারে না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

বিভ্রান্ত যুবকেরা ফিরে যেতে পারে সূবর্ণ কৈশোরে, হতভাগ্য শিশুরা মাতৃ জরায়ুর উষ্ণতায়।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রোমেল চৌধুরী এর ছবি

হাসির ইমো দিতে চেয়েছিলাম, শুষ্কম-কাষ্ঠম হাসি।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

পালানো কি যায় আসলেও?
দহন বুকে বয়ে বেড়ানো কি আসলে পালানো?

____________________________

রোমেল চৌধুরী এর ছবি

আমরা প্রতিনিয়তই পালাচ্ছি শুধু! কেউ নিজেদের আদর্শের ভিটেমাটি ছেড়ে, কেউবা আঁকড়ে ধরে তবু নিজেদের আরো অভ্যন্তরে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

...............

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রোমেল চৌধুরী এর ছবি

হ্যাঁ, আপনি সবকিছুর সাক্ষী!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।