পথের গান ই গান রে মনা ......

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ০১/০৮/২০০৬ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


হুট করে সেদিন চলে গেলাম লন্ডন । গত সোমবার । এক বন্ধু এসেছে দেশ থেকে । সাথে কিছু টুকটাক কাজ ।
আমাদের ছোটো হোয়াইট হেভেন থেকে লন্ডন বেশদূর । সকাল 11.45 উঠলাম লোকাল ট্রেন নর্দান রেলওয়েতে । নর্দান রেলওয়ের অবস্থা বাংলাদেশ রেলের থেকে খুব একটা সুবিধার না । ছোটো ট্রেন । আসতে ও লেট, ছাড়তে ও লেট, পৌঁছাতে ও লেট । তবে আইরিশ সাগরের পাড় ঘেঁষে একঘন্টার জার্নি বাই ট্রেন জোস!
পৌঁছালাম কালর্াইল 12.45 এ । ইংল্যান্ডের বর্ডার সিটি । স্টেশনের বাইরেই বিখ্যাত টু ক্যাসেল । ইংরেজদের দূর্গ। এখান থেকেই বার বার তারা আক্রমন স্কটল্যান্ড ।
ঠিক দুটোয় চড়লাম ভার্জিন ট্রেন । বৃটেনের সবচেয়ে দ্্রুতগামী ট্রেন । কার্লাইল , প্রেস্টন, লাংকাষ্টার পেরিয়ে ছুটছি উত্তর থেকে দক্ষিনে । বিখ্যাত কাম্বরিয়ান পাহাড় গুলো ছুঁয়ে ছুঁয়ে ।
5.15 তে এলাম লন্ডনে ।

লন্ডন এলে কিছু সময়ের জন্য আমি একা হয়ে যাই ইচ্ছে করে । জনারন্যে এক অদ্ভূত নিরবতার ঘ্রান পাওয়া যায় ।
আমার একটা খুব প্রিয় জায়গা টেমসের পাড় ঘেঁষে টাওয়ার ব্রিজের দিকের ওয়াক ওয়ে টা । যতবার লন্ডন গিয়েছি বিকেলটা কাটিয়েছি এই পথে ।
মংগলবার বিকেলে প্রচন্ড গরম । টেমসের খোলা বাতাস । ওয়াক ওয়ে র একটা জায়গায় ওপেন কনসার্ট শুরু হয়েছে । ফ্রি । ঢুকে গেলাম । সারাটা বিকেল উপভোগ করলাম গাতক সাহেবের ভাব, পিচ্চি দর্শকদের নাচ, পাবলিকের ভাব ভালোবাসা ।
আর আমি একা । সংগে শখের ছবি তোলার বাক্স !


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।