কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে....

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৪/০৮/২০০৬ - ৬:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:


ইসরাইল রাষ্ট্রের বর্বরতা দায়ভার ইহুদী ধর্মাবলম্বীদের উপর চাপিয়ে দেয়ার একটা স হজাত প্রবনতা আছে মুসলমানদের ভেতর ।

মুসলমানদের ধর্মগ্রন্থে ইহুদীদের যেভাবে চিত্রায়ন করা হয়েছে, ধর্মবোধ জাগ্রত হওয়ার শুরুতে ই ইহুদীদের ঘৃনা করার একটা মানসিকতা তৈরী হয়ে যায় ।
আর ইসরাইল রাষ্ট্রের বর্বরতার দায় ইহুদীদের উপর চাপানোর ভেতর অর্ধসত্য ও আছে । কারন ও ই দানব রাষ্ট্র টি গড়ে উঠেছে ইহুদী জাতীয়তার ভিত্তিতে ই ।
জেনে রাখা ভালো বৃটিশ পালর্ামেন্টে যখন আলাদা ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ হয় তার তীব্র প্রতিবাদ করে ছিলেন যিনি তিনি একজন ইহুদীই ছিলেন । তার যুক্তি ছিলো 'জুডাইশম' কেবলই একটা ধর্মীয় বিশ্বাস, ইহুদী রা কোনো একক জাতি নয় ।( দু:খিত আমি তার নামটা মনে করতে পারছিনা)

আধুনিক যুগে কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র ই মানুষের জন্য কল্যানকামী হতে পারেনি । ইসলামী জাতীয়তা র ভিত্তিতে গড়ে উঠা রাষ্ট্র পাকিস্তান ভেংগেছে অসামপ্রদায়িক বাংগালী মুসলমানের হাতে, মানবাধিকারের মুখে চুনকালী মাখিয়ে পতিত হয়েছে ইসলামী ক তালেবান শাসকগোষ্ঠি ।

পৃথিবীর দেশে দেশে ইসলামী জেহাদীরা যেমন বাধা পাচ্ছেন সাধারন মুসলমানদের কাছেই ঠিক তেমনি ইসরাইল রাস্ট্র ও ধিকৃত হচ্ছে অনেক ইহুদীদের কাছে । অনেক ইহুদী বলতে দ্্বিধা করেননা 'জায়োনিজম' ও জুডাইসম' এক নয় । অনেক ইহুদী ধর্মাবলম্বীই ধর্মের নামে ইসরাইল রাস্ট্রের বর্বরতার নিন্দা করেন । প্রতিবাদ করেন নিজেদের সামর্থ অনুযায়ী । প্রবল ঘৃনায় পুড়াতে দ্্বিধা করেননা ইসরাইলের পতাকা বিশ্বাস না হয় ক্লিক করে দেখুন : লিং ক 1
লিংক 2

--------------------------------------

আরেকজন ইহুদীর কথা বলি ।
একজন মানুষের কথা বলি ।
নাম তার Mordecai Vanunu ।

বিশ্বের প্রথম নিউক্লিয়ার হোস্টেজ । 18 বছর ধরে বন্দী তার নিজের দেশে । ইসরাইলী এই নিউক্লিয়ার টেকনিশিয়ান বিবেকের তাড়নায় প্রকাশ করে দিয়েছিলেন ইসরাইলের গোপন পারমানবিক পরিকল্পনা ।
যারা আরো জানতে চান ক্লিক করুন লিং ক 3

কিছু পুর্বানুমান, গড়ে উঠা ধারনা দিয়ে পুনর্াংগ সত্য জেনে ফেলার আব্দার করাটা বিপদজনক ।

" যদি তুমি কেবলই দেখতে চাও
আলো যা প্রকাশ করে চলেছে,
শুনতে চাও,শব্দ যা উচ্চারিত করছে,
তাহলে কিন্তু বুঝতে হবে যে,
আসলে তুমি কিছু দেখতেই পাওনা
কিছু শুনতেই পাওনা "
[ক হলীল জীব্রান ]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।