একজন বন্দী লেখকের মুক্তির জন্য আবেদন: হাত কি বাড়াবেন কেউ?

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১০/০৮/২০০৬ - ৭:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ড: রামিন জাহান ।
ইরানী লেখক, সাংবাদিক ও দার্শনিক ।

মুলত: গান্ধী'র অহিংসবাদী দর্শনে বিশ্বাসী এই লেখক বন্দী আছেন ইরানের কারাগারে গত 27 এপ্রিল থেকে ।

এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি । কিন্তু তাকে কোনো আইনী আশ্রয় নেবার বা পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ দেয়া হচ্ছেনা । ধারনা করা হচ্ছে মানবতাবাদী এই লেখককে শারীরিক ও মানসিক নির্যাতন করছে ইরান কতৃপক্ষ । কিছুদিন আগে ইরানী প্রেসিডেন্ট দ্্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদী হত্যাকান্ড নিয়ে মন্তব্য করেছিলেন, রামিন তার প্রতিবাদ করেছিলেন ।

বিস্তারিত জানতে আগ্রহী হলে ক্লিক করুন: লিংক 1

লিংক 2

---------------------------------------
এমনেস্টি ইন্টারন্যাশনালের একজন কমর্ীহিসেবে প্রতি মাসে নিউজ লেটারে এরকম বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের সংবাদ পাই ।
অনেক ক্ষেত্রে সুযোগ থাকে ভিকটিমের মুক্তি ও ন্যায় বিচারের জন্য কতৃপক্ষের কাছে আবেদন জানানোর ।

এই সাইটে অনেক লেখক আছেন ।
একজন বন্দী লেখকের ন্যায় বিচার পাবার অধিকারকে যদি আপনি সমর্থন করেন তাহলে এ কটু কষ্ট করে নিচের ঠিকানায় একটা মেইল করুন
:


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।