ইন্দিরার ছবি,ভারতীয়দের মনোভাব :: আমাদের হীনমন্যতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৮/০৯/২০০৬ - ৯:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



এই পোষ্ট না করলে ও চলতো...

এই পোস্টে মুক্তিযুদ্ধ যাদুঘরের ওয়েবসাইটে র হোমপেজে ইন্দিরা গান্ধী' র ছবি বিষয়ক কিছু আলোচনা হয়েছে ।
আমি ওখানে একটা মন্তব্য করেছি, যা সম্মানিত ব্লগারের ভাবনার সাথে ভিন্ন ছিলো । ভিন্ন ছিলো রাসেল(.......) ও অ:র:পি' র মন্তব্য ও । ভিন্নমত কেই ব্লগার ভদ্্রলোক অপ্রাসংগিক আখ্যা দিয়েছেন এবং বলেছেন মন্তব্য মুছে ফেলা হবে ।
সে তাঁর ব্লগ, তিনি মুছতেই পারেন । তবে আরো কিছু বলার ছিলো । ভয় পেলাম হয়তো এসব ও ভিন্নমত বলে অপ্রাসংগিক আখ্যায়িত করে মুছে ফেলা হবে । সে কারনেই নিজের ব্লগেই এ প্রসংগে লিখা । যাই হোক আর কেউ তো মুছতে পারবেনা( সাইট এডমিন ছাড়া) । **********************************

প্রিয় সাদিক, ছোঁড়ার আগে তীরটা পেছনে টানুন

ও ই পোষ্টে সাদিক একটা মন্তব্য করেছেন ।
আমি স হমত তার সাথে ।
শিক্ষা জীবনের একটা অংশ ভারতে কাটিয়েছি । ও ই বিশাল আয়তনের , ব হু সংস্কৃতির দেশটার কিছু অংশ দেখার, কিছু মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে ।
বাংলাদেশ সম্পর্কে ভারতীয়দের মনোভাব ইতিবাচক নয় নি:সন্দেহে । ভারতীয়দের সম্পর্কে আমাদের মনোভাব টা ঠিক কি রকম সাদিক? কদিন আগে এই সাইটে একজনের ব্লগে লেখা দেখলাম 'ভারতীয়রা কাপুরুষ ও কঞ্জুস' । আমাদের সম্পর্কে পৃথিবীর আর কোন দেশের মানুষেরা খুব একটা উঁচু মনোভাব পোষন করে, বলতে পারেন ? আমাদের ইমেজ অন্যদের কাছে কেমন দাঁড়াবে, সেটা কিন্তু আমরাই নিধর্ারন করি ।

আর আঞ্চলিক রাজনীতির কথা যদি বলেন, তাহলে মুক্তবাজার অর্থনীতির টোটেমই হলো অন্যের বাজার দখল । আমরা যদি পারতাম আমরা ও ভারতীয়দের বাজার দখল করতাম । আমরা বাজারে পরিনত হয়েছি সেটা আমাদের ব্যর্থতা ।

আর মুক্তিযুদ্ধের সময়টা যদি বিবেচনায় আসে তাহলে আরেকটু ভাবনার সুযোগ থাকে । বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অনেক লাভ ছিলো, সে তার স্বার্থে সমর্থন যুগিয়েছে । নি:সন্দেহে । বিনা লাভে একটা বিশ্বযুদ্ধের রিস্ক কে নেয়?
সম্ভবত: জানেন ভারত ডিসেম্বরে পাকিস্তােনর সাথে সরাসরি যুদ্ধ শুরু করার আগে মুজিব ন গর সরকারের সাথে 25 বছরের চুক্তি করেছিলো (বাংলাদেশে যা গোলামী চুক্তি নামে ব হুল প্রচারিত) । ঠিক একই রকম চুক্তি কিন্তু ভারত সরকারকে ও করতে হয়েছিলো সোভিয়েট ইউনিয়নের সাথে ।
ভারত যদি সেদিন তার সীমান্ত বন্ধ করে রাখতো? যদি এক কোটি মানুষকে আশ্রয় না দিতো, যদি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও অস্ত্র না দিতো?
'তাহলে খুব ভালো হতো, আমরা আরো 25 বছর যুদ্ধ করতাম ,আমরা স্বনির্ভর স্বাধীনতা পেতাম, না হয় আরো কয়েক লক্ষ মানুষ মারা যেতো'--- 35 বছর পর এই সব হাইপোথিসিস করা যায় কিন্তু সত্যটা মোছে যায়না ।
ভারত সরকার ও ই যুদ্ধের ব্যয়ভার কিন্তু ব হন করেছিল 'কাপুরুষ ও কঞ্জুস' ভারতীয়দের ট্যাক্সের টাকায় ?
ভারতীয়রা তাদের ইতিহাস বইয়ে নিজেদের ক্রেডিট নিয়েছে । খারাপ কথা । আমরা কি করেছি ? আমরা কোথায় স্বীকৃতি দিয়েছি ভারতের সাধারন মানুষের সমর্থন আর ভারতীয় সৈনিকদের আত্নত্যাগ কে?
ইতিহাস তো সবাই তার নিজের মতোই লেখে !

মুক্তিযুদ্ধ যাদুঘরের সাইটে আমাদের নেতৃবৃন্দের ছবি থাকুক- এটা আপনি চাইতে ই পারেন কিন্তু এর জন্য ইন্দিরার গান্ধীর ছবির প্রসংগ আসতে হবে কেনো? এমনতো নয় যে, ইন্দিরার ছবি এসেছে মুক্তিযুদ্ধর নেতা হিসেবে । এসেছে মুক্তযুদ্ধে আন্তজর্াতিক ভূমিকা প্রসংগে ।

কেনো আপনাকেই লিখছি এসব? কারন আপনাকেই বলতে পারি এসব । আপনি নিরপেক্ষ থাকতে চান । কিন্তু আমি প্রবল ভাবে বিশ্বাস করি মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনার অবস্থান কারো চেয়ে কম দৃঢ় নয় । কিন্তু ও ই যে নিরপেক্ষ থাকার চেষ্টা -- সেটা ব্যব হত হতে পারে অন্যভাবে ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সাইটে ইন্দিরার গান্ধী ছবি থাকার মতো একটা লঘু বিষয়কে গুরুতর করে তোলা যে মুলত: ও ই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার একটা পাঁয়তারা সেটা বোঝতে হ বে ।

আপনার মতো একজন সর্বপ্রিয় মানুষ যখন এই ফাঁদে পা দেয় , তখন এই ফাঁদটা আরো অনেক কে আটকে ফেলতে স হায়তা করে ।
আমি জানি , আপনি নিজে ও এটা অপছন্দ করেন । ভালো থাকেন ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।