'সব কিছু ভেঙে পড়ে'--- তারপর?

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ০৭/১১/২০০৬ - ৪:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আমাদের প্রতিষ্ঠান গুলো বেশ কৌশলের সাথে ভেঙে দেয়া হয়েছে ।
না! প্রতিষ্ঠান বিরোধী কোনো আইডিয়ালিজম থেকে নয়, স্রেফ লুটেপুটে খাওয়ার রাজনীতির কল্যানে ।

সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান নামিয়ে আনা হয়েছে শূন্যের কোঠায়, চিকিৎসক ও সংশ্লিষ্টদের মুক্ত করা হয়েছে সব ধরনের জবাবদিহীতা থেকে--- মুল উদ্দেশ্য ছিল প্রাইভেট চিকিৎসা ব্যবস্থায় মানুষকে বন্দী করা । বেসরকারী হাসপাতালগুলোর শুরুর দিকে চমৎকার সেবা ও চিকিৎসার একটা 'উইন্ডো ড্রেসিং' এর ব্যবস্থা ও করা হয়েছিল । এবার মানুষ যখন মুখ ফিরিয়ে নিল সরকারী সেবাখাত থেকে, আত্নসমর্পণ করলো প্রাইভেট চিকিৎসা সেবায়--- শুরু হলো মনোপলি ব্যবসা ।
মানুষের অধিকার যেখানে, সেই সরকারী চিকিৎসা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছেই, বিকল্প আর নেই অতএব প্রাইভেট হাসপাতালগুলো ও এখন আর মানসম্পন্ন চিকিৎসা সেবা দানের ধার ধারছেনা ।

পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও ধ্বংস করে দেয়া হয়েছে । শিক্ষার মান , পরিবেশ সব কিছু । বিপরীতে সুযোগ করে দেয়া হয়েছে বেসরকারী শিক্ষা ব্যবস্থার । মানুষকে শুরুতে বেশ একটা লোভ দেখানো হয়েছে । পাশ্চাত্য মানের শিক্ষা, চাকরী বাকরীর বিপুল সুযোগ , এই সেই ... মধ্যবিত্ত সারা জীবনের সঞ্চয় ভাঙিয়ে ছেলেকে পাঠালো বেসরকারী বিশ্ববিদ্যালয়ে । একযুগ পেরোয়নি.... স্বপ্নভঙ্গ!

***********************************

তত্বাবধায়ক সরকার ধারনা টা স হজে পাওয়া নয় ।
সেদিন ও অনেক আন্দোলন , অনেক রক্তপাতের বিনিময়ে এটা মানুষকে অর্জন করতে হয়েছে ।
প্রথম দুটো তত্বাবধায়ক সরকার কাজ ও করেছে চমৎকার । হাবীবুর রহমান যেভাবে দক্ষতার সাথে জেনারেল নাসিমের আর্মি মুভমেন্ট ম্যানেজ করেছিলেন-- কোনো দলীয় সরকারের পক্ষে বোধ হয় সম্ভব হতোনা ।

কলুষিত করা শুরু হলো কবে? শেখ হাসিনার সময়ে? তার পছন্দের নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি নিয়োগের মাধ্যমে? তবে হাসিনা বোধ হয় যা করেছিলেন সংবিধানের আওতার ভেতরে থেকেই-- যদি ও শেষ পর্যন্ত কৌশলগুলো তার জন্য বুমেরাং হয়েছিলো ।

এবার যা হলো, যা হচ্ছে! অভূতপুর্ব, অনাকাংখিত, হাস্যকর !
তত্বাবধায়ক সরকার-- এই ধারনা, এই প্রতিষ্ঠান যা মানুষের অর্জন , যা মানুষের আস্থার স্থান তাকে ভেঙে ফেলার আয়োজন? বিগত তত্বাবধায়ক সরকারগুলোর প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার বিপরীতে এবারের উপদেষ্টাগন..... প্রোফাইলগুলো একেবারেই ম্যাড়ম্যড়ে, অনুজ্জ্বল । আর কার্যক্রম? একেবারেই অতুলনীয়!

তবে কি ভাঙছে এই প্রতিষ্ঠানটি ও?
বিপরীতে কি আসছে?
কবে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।