। । ধর্মরাষ্ট্র বিষয়ক আলোচনা সমগ্র-- পর্ব ২ । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ২৮/১১/২০০৬ - ৫:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



আমার প্রশ্ন-1::

যারা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন তাদের সামনে মডেল ইসলামিক রাষ্ট্র কোনটা ? সৌদী আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নাকি ইরান, নাকি তালেবান শাসিত আফগানিস্তান নাকি পাকিস্তান? নাকি বাংলাদেশই হবে প্রথম প্রকৃত ইসলামিক রাষ্ট্র?


'ভোরের সুর্যদয়' এর উত্তর ছিলো::

জামায়াতের জন্য মডেল হলো খোলাফায়ে রাশিদীনের রাষ্ট্রব্যবস্থা । এ ক্ষেত্রে বাংলাদেশই হয়তো পৃথিবীর জন্য মডেল রাষ্ট্র হতে পারে । বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হওয়ার আগে অন্য কোথাও হয়ে গেলে সেটি ও হতে পারে মডেল রাষ্ট্র ।


সম্পুরক আলোচনা

লক্ষনীয় , ভোরের সুর্যদয় বলছেন , জামায়াতের জন্য মডেল হচ্ছে খোলাফায়ে রাশিদীনের শাসন ব্যবস্থা । জামায়াত ছাড়া বাংলাদেশের অন্য ইসলামিক দল গুলো?
ধরে নিচ্ছি অন্য দলগুলোর ও মডেল খোলাফায়ে রাশিদীন, তার মানে রাসুল(দ:) এর চার প্রধান খলিফা'র সময়ের শাসন ব্যবস্থা ।
খোলাফায়ে রাশিদীন আমলেই ক্ষমতার দ্্বন্দে খলিফাদের হত্যা , [লিংক=যঃঃঢ়://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ইধঃঃষবথড়ভথঃযবথঈধসবষ] হযরত আয়েশা ও হযরত আলীর মধ্যে যুদ্ধ [/লিংক] ... এ গুলো ভুলে গিয়ে ও যদি এটাকেই মডেল হিসেবে মেনে নেয়া হয় তাহলে ও প্রশ্ন দাড়ায়-- খোলাফায়ে রাশিদীনের যুগ শেষ হয়েছে 661 খ্রী : এ হযরত আলী(রা:) এর শাহাদাতের মাধ্যমে ।
তারপর গত সাড়ে তেরশো বছরের ভেতর কোন আদর্শইসলামী রাষ্ট্রগড়ে উঠতে পারলোনা?ঈসলামকে যদি রাষ্ট্র দর্শন হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠতেই পারে-- যে দর্শন সাড়ে তেরশো বছরে ও একটা রাষ্ট্রে সফলভাবে প্রয়োগ হতে পারেনি, তার কার্যকারিতা আসলেই কতটুকু ? এ তো দেখছি 'বিশ্বজুড়ে যৌথ খামারে'র চেয়ে ও ইডিয়টিক ইউটোপিয়া!!!

********************************************


আমার প্রশ্ন-2 : :

রাস্ট্রের কাঠামো কেমন হবে? প্রেসিডেন্টশাসিত, মন্ত্রী পরিষদ শাসিত নাকি খলিফাশাসিত? খলিফা শাসনের মডেলটাই বা কেমন হবে? আব্বাসীয়া, উমাইয়া, তুকীর্ কীঅটোমানদের মতো?-- যে গুলো আদতে রাজতন্ত্র ছাড়া আর কিছুই ছিলোনা


'ভোরের সুর্যদয়' এর উত্তর

রাষ্ট্র ব্যবস্থা হবে সময়োপযোগী । হতে পারে প্রেসিডেন্টশাসিত অথবা মন্ত্রী পরিষদ শাসিত । সেটা জন গনের মতামতের ভিত্তিতে সময়োপযোগী করে তৈরী করা হবে ।

[ গাঢ়]
সম্পুরক আলোচনা [/b]
এই উত্তর এবং প্রথম উত্তর কি স্ববিরোধী নয় ?
জন গনের মতামতের ভিত্তিতে সময়োপযোগী করেই যদি তৈরী করা হয় তাহলে 1400 বছর আগের মডেল কেনো? খোলাফায়ে রাশিদীনরা কি তৎকালীন প্রতিটি নাগরিকে রভোটে নির্বাচিত ছিলেন , নাকি রাষ্ট্রের নিয়ন্ত্রক শক্তির মনোনীত ছিলেন?
ইসলামের ইতিহাসটা আরেকটু পড়া দরকার আছে ।

[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/26022] পরের পর্ব [/লিংক]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।