। । অনাগত রাজার জন্য বন্দনাগীতি । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ০২/১২/২০০৬ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এসে হীরকদেশে
দেখে হীরের চমক,
এতো খাতির পেয়ে
দেখে রাজার ঝমক
মোদের মন ভরে গেছে খুশীতে...
মোরা সে কথা জানাই...................

রাজা এতোই রসিক
রাজা এতো দরাজ
রাজা এতো মিশুক
রাজার চিকন মেজাজ ,
মোদের প্রান ভরে গেছে তাই...
মোরা সে কথা জানাই...................

বলো হীরক রাজার জয়,

বলো এমন রাজা ক'জন রাজা হয়
কতো দেশে দেশে, ঘুরে শেষে
মন বলে হীরকে এসে
'এমন রাজা কোন দেশে নাই'
বলে 'এমন রাজা কোন দেশে নাই'
মোরা সেই কথা জানাই
মোদের গানে, মোদের গানে সেই কথা জানাই.....

***********************************************************

দু:খিত সত্যজিত রায় ।
আপনি আমাদের কাছে হেরে যাচ্ছেন ।
আপনি বড়জোড় কল্পনা করেছিলেন, আর আমরা সত্যি সত্যিই পেয়ে গেছি আমাদের হীরক রাজা

অনাগত রাজার জন্য বন্দনাগীতি খানা যারা শুনে শুনে মুখস্ত করতে চান ক্লিক করুন এখানে
হীরক রাজার দেশে

জনস্বার্থে:
মুখস্ত করে নিন দ্্রুত । অচিরেই কাজে লাগবে


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।