। । 'আমাদের জনকেরা ছিলেন লক্ষ্যহীন বিভ্রান্ত মানুষ!!! ' । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৯/১২/২০০৬ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


অনেককেই দেখি মুক্তিযুদ্ধকে চিহ্নিত করেন একটি অপরিকল্পিত 'নেতৃত্বহীন গনবিস্ফোরন' , প্রচার করতে আগ্রহ বোধ করেন যে মুক্তিযোদ্ধাদের কোন নির্দিষ্ট রাজনৈতিক শিক্ষা ও লক্ষ্য ছিলোনা, রাষ্ট্রের কাঠামো নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিলোনা-- আরো স্পষ্ট ভাবে,স্বাধীন দেশের জন্য যুদ্ধ করলেও ধর্মনিরপেক্ষ কোন দেশ তারা চাননি ।

আরো একদল আছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রসংগ এলেই , যুদ্ধ পরবতর্ী সময়ে মুক্তিযোদ্ধাদের দুনর্ীতি ও অন্যান্য নেতিবাচক প্রসংগগুলো সামনে ঠেলে নিয়ে আসেন ।
যেনো আজ আমার ভাই চুরি করছে বলে, গতকাল আমার বাপকে অন্যায় ভাবে হত্যা করলো যারা-- তাদের বিচার চাওয়া আমার জন্য নিষিদ্ধ হয়ে গেলো!


স হব্লগারদের সাথে একটা ইন্টারেকশন করছি । দুটো পয়েন্টে আপনাদের সুচিন্তিত মতামত আশা করি :
1।
মুক্তিযুদ্ধের সুনির্দিষ্ট মেনিফেস্টো ছিলো বলে কি আপনি মনে করেন? থাকলে কি সেগুলো ? মুক্তিযোদ্ধারা এই মেনিফেস্টো না জেনেই কি যুদ্ধে গিয়েছিলেন?

2।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর সাথে অন্যান্য প্রসংগ টেনে আনাকে আপনি কি ভাবে মুল্যায়ন করেন ?

ধন্যবাদ সবাইকে ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।