আব্দুল জলিল না ।
 আমাদের ব্লগের প্রিয় কবি শেখ জলিল ।
 কবিতা ও ছন্দ বিষয়ে আমার কোন ভেদবুদ্ধি নাই । কষ্ট করে দু' চারটা প্রবন্ধ পড়েছিলাম । মাথার উপর দিয়ে হাওয়া ।
 ভাবছি, জলিল ভাইয়ের সাথে এ বিষয়ে একটা আড্ডা হলে কেমন হয় । সরাসরি আলাপচারীতা থেকে হয়তো কিছু ধরতে পারবো ।
 আর কে কে আগ্রহী আছেন, আওয়াজ দেন ।
 জলিল ভাই, দিন তারিখ সময় বলেন । আপনার পছন্দ মতো ।
 15 জানুয়ারী সোমবার এমন সময় কি হতে পারে?
মন্তব্য
নতুন মন্তব্য করুন