[is=\০০৩৩PP] | | iv

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১১/০১/২০০৭ - ৭:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


একে একটা পরিবার ভাবা যেতে পারে ।
আদতে পরিবার , গোত্র, সমাজ, রাষ্ট্র-- সকল সংগঠনই মানুষ গড়েছে তার বিবর্তনের ধারাবাহিকতায় পার্থিব প্রয়োজনে ।

পরিবারে কি পরিবার প্রধান থাকেনা? সদস্যদের কেউ প্রজ্ঞায়, কেউ অর্থ উপার্জনে অন্যদের চেয়ে এগিয়ে থাকে । পরিবার প্রধানের দায়িত্ব হচ্ছে সকল সদস্যকে পরিবারের সাথে আত্নীকরন ঘটানো । যে সর্বকনিষ্ঠ, সবকিছুতে পিছিয়ে আছে সে ও যেনো ভাবে এই পরিবারের আমি একজন । এ রকম পরিবারগুলোই টিকে থাকে । আর প্রধান যদি নিজেই প্রতিদিন চিৎকার করেন জানান দেন 'আমিই সেরা, এটা আমার পরিবার, এখানে আমার আইনই আইন, থাকতে হলে মানতে হবে '-- এমন পরিবার ভাঙ্গে । যার ক্ষমতা আছে সে বেরিয়ে যায়, যার নেই সে ফুঁসতে থাকে ।

একটা আদর্শ রাষ্ট্র কি কেবল ধর্মেই নিরপেক্ষ হবে? নাগরিকদের মধ্যে নানা উপাদানে বৈচিত্রতা থাকে । ধর্মে, ভাষায়, সংস্কৃতিতে,মুল্যবোধে, লিঙ্গে । রাষ্ট্র হবে এমন এক কাঠামো সকল ধরনের নাগরিকই যেনো তাকে তার নিজের ভাবতে পারে । এ চরিত্র টুকু নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের অংগসমুহ--বিচার বিভাগ, প্রশাসন তার সুবিধামতো বৈষম্য করবেই ।
স্বাধীন দেশের স্থপতি যখন তার সুবিখ্যাত আবেগের বশে ঘোষনা করেন--' আজ থেকে সবাই বাঙ্গালী হয়া যাবা' তখন যে নাগরিক বাঙ্গালী নয় সে শংকিত হয়, তার ভিত্তি কেঁপে উঠে । পরবতর্ী শাসক এসে যখন তাকে তার ভূমি থেকে উচ্ছেদ করেন তখন সে অস্ত্র ধরে রাষ্ট্রের বিরুদ্ধে , তার দ্্বিধা হয়না কারন আত্নীকরনটা তখন নষ্ট হয়ে গেছে ।
রাষ্ট্রের মুলনীতি বদলে যখন 'আল্লাহর উপর পূর্ন বিশ্বাস ঘোষনা করা হয়' , সংবিধানে 'বিসমিল্লাহ ' লাগানো হয়, রাষ্ট্রের ধর্ম 'ইসলাম' ঘোষনা করা হয়-- তখন আল্লাহ' তে যে নাগরিকের বিশ্বাস নেই রাষ্ট্রের সাথে তার সম্পকের ভিত্তি নড়ে উঠে । কিন্তু এই আহত নাগরিক মধ্যবিত্ত বলে, পাহাড়ী আদিবাসীর মতো প্রান্তিক নয় বলে সে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারনের সাহস করেনা । কিন্তু সে ফুঁসে , রাষ্ট্রকে আর সে নিজের ভাবতে পারেনা ।

সম্রাটের যুগ শেষ হয়েছে, শেষ হয়েছে পার্টির একচ্ছত্র আধিপত্য, গনতন্ত্রের নামে সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র ও ফুরাচ্ছে । সকল নাগরিকের অংশীদারিত্বের রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার সময় এসেছে ।

যারা তা করছে, যে রাষ্ট্র সমুহে তার প্রতিটি নাগরিক নিরপেক্ষতা পাচ্ছে সে রাষ্ট্রগুলোই এগিয়ে যাচ্ছে ।
আর যারা একচক্ষু দৈত্যের মতো পক্ষপাতিত্ব করছে তারা মধ্যপ্রাচ্যের অন্ধকার হচ্ছে, তারা মুগাবের রাষ্ট্র হচ্ছে , হচ্ছে ইয়াজুদ্দিনের বাংলাদেশ!!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।