। । রুটি রুজি'র কিচ্ছা:: পর্ব১ । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ০৭/০২/২০০৭ - ১১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:



আয় বৈষম্য, বিলাত ও বাংলায়

*************************

আমাদের পাড়াগুলোর চায়ের দোকান । দিনমান আড্ডা পেটাই । ভাগ্নেরা ব্যস্ত থাকে আমাদের সেবায় । ' ভাইগ্না-- দুই কাপ চা , উইথ পাইলট'
এই ভাগ্নেদের বেতন কতো?
তারাখচিত কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট নয়, একেবারেই আমাদের মধ্যবিত্ত রেঁস্তোরাগুলোর ওয়েটার রা কতো বেতন পায়, বাংলাদেশে?
সম্ভবত: 200 থেকে 2000

আমাদের ডাক্তার সাহেবদের রুজি কতো?
সিলেট শহরে কয়েকটা ডাক্তার পট্টি আছে । ওদের ভিজিট এখন 400 টাকা । এরকম শখানেক ডাক্তার আছে যারা প্রতিদিন কমপক্ষে রুগি দেখবেন 50 জন । সপ্তাহে 6 দিন দেখলে (400*50*6)=120000 । মাস শেষে উপার্জন (1,20000*4)=4,80000 । তার উপর আছে সরকারী বেতন, আছে ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ কোম্পানীর কমিশন । মোটমাট 6,00000

তাহলে বাংলাদেশে একজন ওয়েটার ও একজন ডাক্তারের উপার্জনের অনুপাত
2000:6,00000 = 1:300

যুক্তরাজ্যে ইংলিশ রেস্টুরেন্টের একজন ওয়েটারের বেতন স্কেল বার্ষিক 14000 পাউন্ড । 17.5% ট্যাস্ক । মাস হিসেবে নিট উপার্জন 950-1000 পাউন্ড । ইন্ডিয়ান / বাংলাদেশী রেষ্টুরেন্ট হলে থাকা খাওয়া মালিকের উপর । মাস শেষে নিট 800 পাউন্ড ( মালিক ও কর্মচারী দুজনের স্বার্থেই বেশীর ভাগ ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি)

একজন ডাক্তারের উপার্জন কতো?
বার্ষিক বেতন 25000 পাউন্ড । ট্যাক্স দিতে হবে 25% ( বেতন যতো বাড়বে, ট্যাক্স ও ততো বাড়বে)
নিট মাসিক উপার্জন 1500-1600 পাউন্ড


যুক্তরাজ্যে একজন ওয়েটার ও একজন ডাক্তারের উপার্জনের অনুপাত
800:1600=1:2

******************************************

রাষ্ট্র তার নাগরিকদের আয়ের বৈষম্য নিয়ন্ত্রন করে বলেই সামাজিক বৈষম্য থাকে নু্যনতম । কাজের শেষে একজন ডাক্তার ও একজন ওয়েটার একই পাবে বসে ড্রিংক করতে পারে, একই ব্রান্ডের পোষাক পড়তে পারে, একই মানের খাবার কিনতে পারে ।

বৈষম্য কি নেই?
আছে । ডাক্তার হয়তো বছরে দু সপ্তাহের জন্য হলিডে কাটাতে যায় ক্যারাবিয়ান আইল্যান্ডে, ওয়েটার যায় স্পেনে এক সপ্তাহের জন্য ।
ওয়েটার বাড়ি কিনে 100 হাজার পাউন্ডের, ডাক্তার কিনে 300 হাজার পাউন্ডের ।

আমাদের দেশের মতো বৈষম্যটা প্রভু ও দাসের ন্যায় অশ্লীল হয়ে উঠেনা ।


মন্তব্য

মেঘলা মানুষ এর ছবি

হুম, এভাবে ভাবিনি কখনই।
সুবিধা আর বিলাসের তফাৎটা মাথায় থাকলে জিনিসটা পরিষ্কার বোঝা যায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।