। । 'অপর বাস্তব' :: কিছু 'অপর ভাবনা' , সবিনয়ে । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১৫/০২/২০০৭ - ৭:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


ব্লগের লেখালেখি'র সংকলন, মানে আমাদের লেখালেখি নিয়ে বই বেরুলো ' অপর বাস্তব' । যাবতীয় কৃতিত্ব আমাদের বন্ধুদেরই । অভিনন্দন 'টিম অপর বাস্তব ' ।

এবার 'অপর বাস্তব' সংশ্লিষ্ট কতিপয় ভাবনা পেশ করছি, সবিনয়ে ।

1। বাকী বিল্লাহর পোষ্ট থেকে দেখলাম প্রকাশিত লেখাগুলোর সিংহভাগ ড: ইউনুস সংক্রান্ত । আমার মুল্যায়নে ইউনুস পর্ব ছাড়াও আরো অনেক জরুরী লেখা হয়েছিলো ব্লগে । সে যাক, সম্পাদকদের অভিরুচি ।

আমার কৌতুহল হচ্ছে অন্য জায়গায় । দেখলাম আমার একটা পোষ্ট আছে 'অপর বাস্তব' এ । কৃতজ্ঞতা নির্বাচকদের । উক্ত পোষ্টে বেশ কিছু লিংক আছে , 50 এর অধিক মন্তব্য আছে । পোষ্টের আসল স্বাদ পেতে হলে, পাঠককে অবশ্যই ঐ লিংক এবং মন্তব্যগুলো পড়তে হবে ।
আমার আসলে কৌতুহল হচ্ছে প্রিন্টেড ফরমেটে এটা কিভাবে মেইনটেইন করা হলো? নাকি কেটে ছেটে একটা রুপ দেয়া হয়েছে? পুরো পোষ্টের উপর সম্পাদকদের একজন একটা রিভিউ দিয়েছেন? ( এ ক্ষেত্রে পোষ্টের লেখকের সম্মতি বোধ করি জরুরী )

যারা দেশে আছেন, কালকেই তাদের কৌতুহল মিটাতে পারবেন । আমরা যারা বাইরে আছি, তাদের কৌতুহল সংগত কারনেই একটু বাড়াবাড়ি । এই আর কি!

2।
আমরা এক বয়সে বাপের পকেটের টাকা মেরে কাগজ টাগজ বের করতাম । সে সময়ে ও লেখক কপি বলে একটা ব্যপার ছিলো ।
না আমি সেটার দাবী করছিনা । তবে 'টিম অপর বাস্তব' ের সবাই বন্ধু মানুষ বলেই দাবী করছি কপাল দোষে দেশের বাইরে আছি যারা, তারা কি করে বইটা পেতে পারি?
একটা সহজ উপায় হতে পারে এরকম । দেশে আমাদের সকলেরই আশা করি ঠিকানা আছে এখনো । একটু কষ্ট করে কি একটা কপি দেশের ঠিকানায় পোষ্ট করে দেয়া যায়? ( যেহেতু সকলেই ঢাকাবাসী নয়) তাহলে কোনো না কোনো ভাবে কপিটা হাতে আসার একটা সম্ভাবনা থাকে ।

অভিনন্দন আবারো 'টিম অপর বাস্তব'


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।