। । লোকজ গান:: কে কাকে উদ্ধার করে? । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ০৫/০৩/২০০৭ - ৯:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


'আমাদের' অনেকেরই হয়তো লালন শোনা হতোনা , যদিনা প্রথমত: ফরিদা পারভীন, তারপর আরো কেউ কেউ এবং শেষে আনুশেহ লালনের গান না গাইতেন ।
'আমাদের' আমাদের ব্যাপক ভাবে হাছন শোনা হতোনা , যদিনা গায়ক সেলিম চৌধুরী, নাট্যকার হুমায়ুন জুটি হাছনের প্রতি আগ্রহী হতেন ।
'আমরা' হয়তো আব্দুল করিমকে চিনতাম না যদিনা হুমায়ুন আহমেদ একুশে টিভিতে তার কিছু গান নিয়ে একটা অনুষ্ঠান না করতেন । মনে আছে সেই অনুষ্ঠানে মডেল হয়েছিলো বিবি রাসেলের প্রোডাকশনের বেশ কিছু ফুলকুমারী ।
তারপর আরো অমুক তমুক, হাবিব নামের সুদর্শন তরুন আমাদেরকে আরো ভালো করে চিনিয়েছেন আব্দুল করিম ।
'বন্ধু তোর লাইগারে' তারে ভাবলে কি আর জুড়ায়রে প্রান, না দেখলে নয়নে গানের কল্যানে কিছুটা চেনা হয়েছে সৈয়দ শাহনুর কে
হুমায়ুন আহমদের 'শ্রাবন মেঘের দিন' এর কল্যানে 'আমরা' চিনেছি উকিল মুন্সীকে ।

এই 'আমরা ' কারা?
যারা নগরবাসী, সেই অর্থে নাগরিক । এদেশের নাগরিক কেবল আমরাই, কেবল আমরাই ধারন করি গোটা দেশের সংস্কৃতি । তাই লালন, হাছন, করিম, শাহনুরদের সৌভাগ্য আমাদের দৃষ্টিগোচর হওয়ার । আমরা নাগরিক ব্যস্ততার ফাঁকে এদের গান শুনি মাঝে মাঝে আর বেশ শ্লাঘা অনুভব করি, বাহ লোকজ সংস্কৃতি একেবারে হারিয়ে যাচ্ছেনা!

এই 'আমরা' , আমরা ক'জন? আমরা ক'জন যদি লালন, হাছন না শুনতাম তাহলে হারিয়ে যেতো সেই সব ? এক যুগ আগেও তো আমরা নাগরিকরা শাহ করিমকে চিনতাম না, শাহনুরকে এখনো তেমন চিনিনা, একেবারেই চিনিনা রহমতুল্লাহ মুন্সী, কামাল পাশা, কালা শাহ , শফিকুন্নুরদের । 'আমরা' চিনিনা বলেই কি তারা বিলুপ্ত প্রায়?

একধরনের আগ্রাসী সংস্কৃতিতে বেড়ে উঠি বলে নাগরিক আলোচনা আর মিডিয়ায় প্রকাশিত হওয়াকেই আমরা সংস্কৃতির টিকে থাকার শর্ত বলে মানি ।
বিশেষ করে 'বাউল গান' তো কেবল গান নয়, 'বাউল' একটা জীবন দর্শন , বাউলরা গানের মাধ্যমে তাদের প্রার্থনা প্রেম ও জীবনযাপন কে প্রকাশ করেন । ফরিদা পারভীন কিংবা আনুশেহ তো সে জীবনের নয়, তারা তো 'খেলকা' পরিধান করেননা, তারা 'ভিক্ষা' মাগেননা , পুরুষ বাউলের 'প্রেমের আঁধার' হননা । তারা লালনের গান গান নিজেদের প্রতিষ্ঠার জন্য । ' নগর বাউল' কিংবা 'নাগরিক কবিয়াল' এই সব সস্তা স্ট্যান্টবাজি । আমাদের মতো নাগরিক গনের কাছে লালনের গান এসে না পৌঁছালে ও লালনকে ধারন ও বহন করে যেতো 'খেলকা'ধারী বাউলেরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা,মেদেনীপুর, মালভুমে ।

মিডিয়ার কল্যানে আমরা চেনার বহু আগে থেকেই শাহ করিম শাসন করেন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জের বিশাল ভাটিবাংলার গ্রামীন সংস্কৃতি । পুর্বসুরী সৈয়দ শাহনুর, রাধা রমন,কালা শাহ, সমসাময়িক কামাল পাশা, মুন্সী রহমতুল্লাহ র্দুবিন শাহ , শাহ শফিকুন্নুর, পরবতর্ী শি ষ্য রুহীঠাকুর, ক্বারী আমির উদ্দীন এদেরকে নিয়ে ভাটি বাংলার গানের সম্রাট আব্দুল করিম প্রায় সত্তুর বছর ধরে ।

এঁদের কারো কারো গান ভুল সুরে, ভুল কথায়, ভুল পরিবেশনায় বাজারজাত হয় । আমরা নাগরিকগন আপ্লুত হই । বাজারজাতকারীগন ( আমি শিল্পী বলিনা) ও নিজেকে বেশ সাধুবাদ জানাই । তারা বাজারজাত করে, আর আমরা শুনে বাঁচিয়ে ফেললাম লোকজ শাহ আব্দুল করিমদের ।

*********************************************

শোনা যেতে পারে, একটা গান


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।