। । মুক্তিযুদ্ধ কি অনৈসলামিক ছিলো?-- আরো কিছু প্রসংগ । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ১৭/০৩/২০০৭ - ৭:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


বিধিবদ্ধ সতকর্ীকরন ::
'মুক্তিযুদ্ধ' প্রসংগটি যাদের কাছে খুব পুরনো মনে হয়, এ বিষয়ে কথা বলা 'সময় নষ্ট' মনে হয়, সেই সকল মহাত্ননদের কাছে সবিনয় অনুরোধ, দয়া করে এই পোষ্ট এবং আমার সকল পোষ্ট এড়িয়ে যান ।

আমার হাতে অফুরন্ত মুল্যহীন সময়, তাই 'সময় নষ্ট' করতে আমার ভীষন ভালো লাগে ।

----------------------------------------------
[লিংক] আগের পোষ্ট [/লিংক] এ জনাব আশরাফ রহমান এর মন্তব্য টা ইমেজ করলাম । এ প্রেক্ষিতেই এ পোষ্ট ।
তবে ঠিক করেছি এ সিরিজে কোনো যুক্তি/পালটা যুক্তিতে যাবোনা । শুধু কিছু যুক্তি/ উত্তর শুনতে চাচ্ছি ।
আশরাফ রহমান কে ধন্যবাদ আগের পোষ্ট মন্তব্য করার জন্য । আশা করছি, এই পোষ্টে ও তিনি মন্তব্য করবেন ।

এবার আরো কিছু জানতে চাওয়া :
[b]
1 ।
মুক্তিযুদ্ধ কোনোক্রমেই ইসলামিক যুদ্ধ ছিলোনা, সেটা আমি জানি । কিন্তু আমার প্রশ্ন ছিলো আসলে, ইসলামিক যুদ্ধ না হলে ও মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধে অংশগ্রহন টা কি ইসলাম বিরোধী ছিলো ? ইসলাম বিরোধী ছিলো বলেই কি ইসলামিক দল গুলো অংশ নেয়নি, নাকি আপনার উক্ত 'ভারত ভীতি' ই স্বাধীনতা বিরোধীতআর একমাত্র কারন ?
'71 এর মুক্তিযুদ্ধ যদি ইসলাম বিরোধী হয়, তাহলে প্যালেষ্টাইন/ইরাক/ কাশ্মীরের মুক্তিসংগ্রামকে আপনারা সমর্থন করে 'জিহাদ' বানিয়ে ফেলেন কেনো? '71 এ আক্রমন কারী মুসলিম আর অন্য ক্ষেত্রে অমুসলিম বলে?

2।
আপনি উল্লেখ করেছেন বামপন্থীদের একটা অংশ স্বাধীনতার বিরোধীতা করেছিলো ।ঐতিহাসিক তথ্য তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন ।
'একটা অংশ' বিরোধীতা করেছিলো , তার মানে বাকী অংশ গুলো সমর্থন করেছিলো এবং অংশগ্রহন করেছিলো ।
এবার জানতে চাই ঐ 'একটা অংশ' এর বিরোধীতার ধরনটা কেমন ছিলো? সমর্থন না করে তারা নিসক্রিয় হয়েছিলো নাকি আক্রমনকারী পাক বাহিনীর সহযোগী হয়েছিলো, হত্যা ও ধর্ষনে অংশ নিয়েছিলো?
তথ্য জানালে খুশী হবো ।

3।
বামপন্থীদের 'একটা অংশ' বাদে বাকী সবাই যুদ্ধে অংশ নিয়েছিলো কিন্তু 'ইসলামপন্থীদের' সকলেই বিরোধীতা করেছিলো ।
এবার জানতে চাই এই 'বিরোধীতা'র ধরন কেমন ছিলো? 'সমর্থন করিনা' বলে নিসক্রিয় ছিলো নাকি আক্রমনকারী পাক বাহিনীকে তারা সহযোগীতা করেছিলো
ঐতিহাসিক দলিল পত্রে দেখা যায়, 71 এ হত্যা নির্যাতনে পাক বাহিনীর সহযোগী হিসেবে কয়েকটি প্যারামিলিশিয়া সংগঠন গড়ে উঠেছিলো । 'রাজাকার' , 'আল বদর' , 'আল শামস' ।
এদের ভুমিকা কি ছিলো, এদের নেতৃত্বে কারা ছিলো?

আশরাফ সাহেব সহ অন্য সকল 'ধর্ম রাজনীতি'র সমর্থকেরা যদি এই পোষ্টের দিকে একটু দৃষ্টি দেন, তাহলে বাধিত হবো ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।