। । ইকারুসের ডানা ও সেয়ানা সারমেয় গন । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১২/০৪/২০০৭ - ৫:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:



আহমেদ নূর । সিলেট প্রেসক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক । প্রতিটি প্রগতিশীল আন্দোলনের কমর্ী ও নিভর্ী ক সাংবাদিক । জরূরীআইনে তাকে আটক করা হয়েছে । জড়ানো হয়েছে 'চাঁদাবাজি'র মামলায় ।
ইতিমধ্যে আরিফ জেবতিক লিখেছে, এ নিয়ে

আহমেদ নূর চাঁদাবাজি করেছেন কি না সেটা মুখ্য নয় । মুখ্য হলো স্বীকারোক্তি আদায়ের নামে, যে অমানুষিক নির্যাতন চালানি হচ্ছে ।
ক'দিন আগে নিরাপত্তা বাহিনীর নিযর্াতনে নিহত হয়েছেন আদিবাসী নেতা রিচিল ।
এই সব হত্যা ও নিযর্াতনের প্রতিবাদ হওয়া জরূরী । জরুরী, আমরা অসভ্য নই- তা প্রমানের জন্য । কিন্তু প্রতিবাদ করার মৌলিক অধিকার ও জব্দ করা হয়েছে 'নব গনতন্ত্রের' প্রস্তুতিপর্বে

--------------------------------------------------

ইকারুস কি জানতোনা, মোমের ডানায় ভর করে পেরুনো যায়না আকাশ? তবু ইকারুস বন্দীত্বকে অস্বীকার করেছিলো । আকাশ পেরুনোর সাহস করেছিলো, তার স্বপ্ন আকাশের চেয়ে বড় ছিলো বলে ।

আমরা স্বপ্নবাজ হলাম আবার ক্রিকেট কে ঘিরে । এক একটা জয়ে আমরা সবাই মিলে উদ্্বেলিত, এক একটা পরাজয়ে মন খারাপ - সবাই মিলেই । হোক জয়, হোক পরাজয়- সবাইকে এক করে স্বপ্ন দেখানোর জন্য কৃতজ্ঞ ক্রিকেটের কাছে ।
ঠিক এই মুহুর্তে ক্রিকেট ছাড়া আর কোন কিছু নিয়ে কি বাংলাদেশের সকল মানুষের সম্মিলিত স্বপ্ন আছে? স্বপ্ন পুরনের সম্ভাবনায় উদ্্বেলিত হয়ে উঠা আছে? স্বপ্ন ভাংগের বেদনায় কাতর হওয়া আছে? সেই কাতরতা থেকে প্রতিবাদী হয়ে উঠা আছে?

সশস্ত্র সংগ্রাম জন্ম দিলো যে দেশের, শুরুতে তার নাগরিকের স্বপ্নে ছিলো শোষনমুক্ত স্বদেশ । নিজেদের এক দেশ যেখানে ধর্মের নামে, জাতীয়তার নামে, অর্থ-বিত্তের নামে মানুষ মানুষকে শোষন করবেনা । রাষ্ট্র নাগরিকের জন্য নিযর্াতন মুলক না হয়ে হবে সহায়ক- তবেই না এ নিজের রাষ্ট্র ।
সেই মহত্তম স্বপ্ন ফিকে হলো ।

পুরো একটা দশক জুড়ে সামরিক একনায়কের বিরুদ্ধে যে লড়াই তার স্বপ্নটা কেমন ছিলো ? শোষনমুক্ত সমাজের স্বপ্ন ফিকে হয়ে গেছে ততোদিনে । তবু স্বপ্ন তো ছিলোই । গনতন্ত্র আসবে । গনতন্ত্রে এলে কি হয়? ক্ষুধা দারিদ্্র মুক্ত দেশ, সকলের সমান অধিকার এই সব নিশ্চিত না হোক, অন্ত:ত কথা বলার , মত প্রকাশের স্বাধীনতা তো পাওয়া যাবে । চোখে কালো কাপড় বেঁধে যখন তখন ধরে নিয়ে যেতে পারবেনা জলপাই বর্বরেরা, শাসকেরা যেমন খুশি করতে পারবেনা, রাষ্ট্র ব্যবস্থায় সকলের মতামত প্রদানের সুযোগ তৈরী হবে ।
সেই স্বপ্ন বড়ো অশ্লীল ভাবে হত্যা করা হলো ।

এই ভাবে ক্রমশ: আমাদের স্বপ্নগুলো সংকীর্ন হয়ে এসেছে । স্বপ্নের বাথানগুলো পরিনত হয়েছে ব্যক্তিগত ভাগাড়ে । তাই আমাদের নিয়ে 'আমাদের' আর কোনো স্বপ্ন নেই । স্বপ্ন নেই বলেই এই মধুচন্দ্্রিমা । কথা বলা বন্ধ, সমালোচনা বন্ধ, মধপুরে আদিবাসী নেতা হত্যা করা হবে, সিলেটে সাংবাদিক গ্রেপ্তার করে নির্যাতন চালানো হবে, যা খুশি তা করা হবে-প্রতিবাদ করা যাবেনা ।

এই সব ইতরামীতে একসময় বাংলাদেশে আগুন জ্বলে উঠতো, কি দারুন স্পধর্ায় প্রমিথিউসের মতো তরুনেরা জলপাই জিউসদের মুখোমুখি হতো ।

ইকারুস বোকা ছিলো, বোকা ছিলো প্রমিথিউস, বোকা ছিলো বাংলাদেশের আগের প্রজন্ম গুলো । আজকের সেয়ানারা, আরো সেয়ানা হয়ে উঠুক- ডানার বদলে যারা কিনছে সোহাগী শেকল । তারা আরো গ্লোবাল হোক, হোক আরো কপের্ারেট, আরো বেশী হারামজাদা । ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।