। । 'আমিরী বারাকা' :: এ সময়ের কালো মানুষের কবি । ।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ১৩/০৪/২০০৭ - ১০:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


যদি প্রার্থনা করি
[রং=ঋ0ঋঋঋঋ] ককককক[/রং]সারা দিনমান
[রং=ঋ0ঋঋঋঋ] ককককক[/রং] তবু নিশ্চিত,
[রং=ঋ0ঋঋঋঋ] ককককক [/রং] দেবেন না দেখা
ইশ্বর সুমহান ।

বরং ডায়াল করি
[রং=ঋ0ঋঋঋঋ]ককক[/রং] নাম্বার -নয় নয় এগারো
[রং=ঋ0ঋঋঋঋ]ককক[/রং] মুহুতের্ হাজির শয়তান
ইশ্বর থেকে বড়ো । ।

*********************************************

কালো আমেরিকান আমিরি বারাকা , কবি, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী আন্দোলনের সম্পৃক্ত কয়েক দশক থেকে ।
তার গান , কবিতা ও নাটক উজ্জীবিত করে আমেরিকা, ক্যারিবিয়া ও আফ্রিকার কালো মানুষদের । ভুষিত হয়েছেন জন্মস্থান নিউজার্সির - 'পয়েট লরিয়েট' সম্মানে ।

তার সামপ্রতিক কবিতা 'Somebody blew up America' তে তিনি তীব্র ভাষায় আক্রমন করেন আমেরিকান সাম্রাজ্যবাদী নীতি, বিশেষ করে 11 ই সেপ্টেম্বর পরবতর্ী প্রোপাগান্ডা গুলোকে ।
ফলত: জীয়নবাদী মার্কিন কপের্ারেট গ্রুপ গুলো ক্ষেপে উঠে তার উপর । তার 'পয়েট লরিয়েট' খেতাব কেড়ে নেয়ার হুমকী দেয়া হয় ।

প্রতিক্রিয়াশীলদের হুমকী অবশ্য থামাতে পারেনি কবির কবিতা ।

সময় ও সাধ্যে হলে, হয়তো ঘ্রান নেবো তার আরো কিছু কবিতার ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।