যে ছবির জন্য নিলুফার বকতিয়ার, ফতোয়া ধন্য হলেন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শুক্র, ০৪/০৫/২০০৭ - ৭:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


নিলুফার বকতিয়ার দানবরাষ্ট্র পাকিস্তানের পর্যটন মন্ত্রী ।
২০০৫ এর কোন এক সময় ফ্রান্সে এক প্যরাসুট জাম্পে অংশ নিয়েছিলেন । উদ্দেশ্যটা মহৎ ছিলো । কিছুদিন আগে পাকিস্তানে ঘটে যাওয়া ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ ।
বেচারী নিলুফার এর আগে কোনদিন প্যারাসুট জাম্পে অনশ নেননি । তাই ভীষন এক্সাইটেড ছিলেন । এক্সাইটমেন্টের পনেরো কলা পুর্ন হলো, যখন সফল অবতরনের পর তিনি ফরাসী দেশীয় প্রশিক্ষককে আবেগে জড়িয়ে ধরলেন ।

পনেরোর পর ষোলো, গানিতিক নিয়মেই ।
নিয়ম সিদ্ধ হয়ে ষোলোকলা পুর্ন হলো প্রায় দু বছর পর । পাকিস্তানের কোন এক উর্দুভাষী পত্রিকা এই ছবি প্রকাশ করলো গত মাসে , আর সাথে সাথে আগুন জ্বলে উঠলো পেয়ারে পাক পাকিস্তানে । পাকিস্তানী মর্দ রা গনিমতের মাল জেনে লাখে লাখে ধর্ষন করুক বাংগাল মুলুকের মেয়েদের, কিন্তু পাকিস্তানী মেয়ে জড়িয়ে ধরবে কোন এক নাসারাকে!
ধর্মে এই অনাচার সয়না । রাজপথ উত্তপ্ত, নিলুফারের ছবি পোড়ানো, তাকে মন্ত্রী সভা থেকে বহিস্কারের দাবীতে হরতাল এবং অবশেষে হুজুর আলা গনের ফতোয়া!

বিস্তারিত এখানে

নীলুফার বকতিয়ার অবশ্য সাংবাদিক সম্মেলন করে, এই ফতোয়াবাজীর প্রতিবাদ জানিয়েছেন এবং ঘোষনা করেছেন সুযোগ পেলে এ কাজ তিনি আবারো করবেন !

যাক, হায়েনার জংগলে কদাচিৎ বাঘের বাচ্চা ও জন্মায় ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।