এমনেষ্টি ইন্টারন্যাশনাল এ 'চলেস রিচিল' । । পেছনের গল্প ( কৃতজ্ঞতা তাসনিম খলিল)

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ১২/০৫/২০০৭ - ৬:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


চলেস রিচিল' কে আমরা ভুলিনি এখনো ।
গত ১৮ মার্চ এই আদিবাসী নেতাকে যৌথবাহিনী নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছিল । রেজওয়ান ভাই এই খবর প্রথম ব্লগে প্রকাশ করেছিলেন । তারপর আমরা অনেকেই প্রতিবাদী পোষ্ট দিয়েছিলাম ।

তার কয়দিন পর, আমি যোগ দিয়েছিলাম এমনেষ্টি ইন্টারন্যাশনাল এর বার্ষিক সাঢারন সভায় । নিতান্তই একজন কর্মী হিসেবে । ওখানে পরিচয় হয়, এমনেষ্টি'র সাউথ এশিয়ান ডেস্কের প্রধান 'ক্যাথি মেক' এর সাথে । ক্যাথি'কে প্রশ্ন করেছিলাম, চলেস রিচিলের হত্যাকান্ড নিয়ে এমনেষ্টি কোনো তদন্ত করছেনা কেনো?
ক্যাথি আমাকে বলেছিলো, যাবতীয় তথ্য তার কাছে পাঠানোর জন্য । আমি সে সময়ের বাংলাদেশী ইংরেজী পত্রিকাগুলোর লিংক এবং তাসনিম খলিলের ওয়েব লিংক পাঠিয়েছিলাম ।
তাসনিমের ওয়েব সাইটে মধুপুরে আদিবাসী নির্যাতনের প্রামান্য ডকুমেন্ট ছিলো ।

এ ছাড়া , আমার এক বন্ধু 'বিপ্লব মারাক' মেঘালয়ের গারো ষ্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ছিলো কয়েক বছর । বিপ্লব' রা মুলতঃ বাংলাদেশী । ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় । কিন্তু ৮০ র দশকে জায়গা জমি হারিয়ে ওর পরিবার 'তুরা' য় নির্বাসিত হয় । শরনার্থী পরিবারের ছেলে কি করে গারো ছাত্র নেতা হয়ে উঠলো, সেটা ও আরেক গল্প। আরেকদিন বলা যেতে পারে । বিপ্লবের সাথে যোগাযোগ করে ( কৃতজ্ঞতা টেলিকমিঊনিকেশন) আরো জরুরী তথ্য পাওয়া গেলো ।

সব পাঠানোর পর ক্যাথি জানায়, এবার তারা তাদের নিজস্ব সোর্সে ইনভেস্টিগেশন করবে । ইনভেষ্টিগেশনে, বিষয়টা জরুরী মনে হলে তারপর তারা এ বিষয়ে বিবৃতি দেবে । ভালো কথা ।
তারপর কয়েকসপ্তাহ চলে যায় । কোনো খবর নাই । প্রতিদিন এমনেষ্টি' র পাতা ঘাটি । না খবর নেই । ক্যাথিকে মেইল দেই । কোনো জবাব নেই । মেজাজ খারাপ । খুব খারাপ । কই দারফুর, জিম্বাবুয়ে, কেনিয়া, গুয়ানতানামো নিয়ে নানা কর্মসুচীতে অংশ নিলাম নিজের খেয়ে । আর আমার দেশের খবর প্রকাশেই শালাদের যতো আলসেমী, ইনভেস্টিগেশনের দোহাই । মনে মনে সিদ্বান্তই নিয়ে ফেলি, থাকবো না এর এদের সাথে!

না এমনেষ্টি আমাকে হতাশ করেনি ।
গতকাল এমনেষ্টি ইন্টারন্যাশনাল চলেস রিচিল হত্যাকান্ড ও মানবাধিকার কর্মী শহীদুল ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছে ।

এমনেষ্টির রিপোর্ট দেখুন, এখানে

*** যে যেভাবে পারুন প্রতিবাদমুখর হোন , আমাদের বন্ধু, সহব্লগার তাসনিম খলিলের উপর কোনো শারীরিক নির্যাতন যেনো না হয় । তাসনিম কে গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।