'কবি নজরুল পরাজিত হলে ক্ষতি কার?'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ২৭/০৫/২০০৭ - ৭:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুব ছোটবেলায় বাবার হাত ধরে গিয়েছি জুমার নামাজে । হুজুর বয়ান করছেন তার দরদীকন্ঠে । বয়ানের বিষয় যথারীতি বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন । সে সময়ের হট আইটেম ছিল প্যালেষ্টাইন । মুসলমানদের প্রতি ইহুদী ও নাসারাদের বিদ্বেষের উদাহরন টানতে গিয়ে হুজুর ফরমান " নোবেল আসলে নজরুল ইসলামের পাওয়ার কথা ছিলো । মুসলমান বলেই তাকে না দিয়ে কাফির রবীন্দ্রনাথ কে দিয়েছে নাসারা'র দল '
জুম্মা থেকে বের হবার পর বাবা বললেন 'হুজুরের কথা ভুলে যাও । এসব মিথ্যে । রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুলের বয়স তখন মাত্র ১৪ বছর '

হুজুরেরা আছেন এখনো । বহাল তবিয়তেই আছেন । রোশনাই আর চেকনাই আরো বেড়েছে । মসনদের স্বাদ ও পেয়ে গেছেন । ইদানিং হুজুরেরা দেখছি ব্লগিং ও করেন ।
ব্লগের পাতায় তারা ফরমান " নজরুল ছিলেন মুসলমানের কবি, রবি ছিলেন হিন্দুর । নজরুল অসাম্প্রদায়িক ছিলেন , রবীন্দ্র ছিলেন মুসলিম বিদ্বেষী যেহেতু তিনি মুসলমান্দের নিয়ে কিছু লিখেননি । নজরুল ছিলেন বিদ্রোহী, রবীন্দ্রনাথ বৃটিশের দালাল "

জানতে বড় ইচ্ছে হয় হুজুরদের কাছে, দাংগাবিক্ষুব্দ কলকাতায় ঠাকুর বাড়ীর যে ছোট ছেলেটা শান্তিমিছিল বের করেছিল, কলকাতা বড় মসজিদের ইমাম সাহেবের হাতে রাখীবন্ধন পড়িয়ে দিয়েছিলো- তার নাম যে রবীন্দ্রনাথঠাকুর সেটা কি তারা জানেন? 'মুসলমানীর গল্প' নামে একটা ছোটগল্প আছে সেই বাবুর, সেটা ও কি বিস্মৃত? রবীন্দ্রনাথ নিজে যেখানে বলেছেন 'জনগনমন অধিনায়ক ও হে' ইংরেজ রাজশক্তির প্রশস্তিগাঁথা নয়-তবু এ মিথ্যে প্রচার অথচ হুজুরেরা এই তথ্য বেমালুম চেপে যান যে রবীন্দ্রনাথ তার 'নাইট' উপাধী প্রত্যাখ্যান করেছিলেন জালিওয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে ।

হুজুরেরা বলেন নজরুল নাকি তাঁর 'বড়র পীরিতি বালির বাঁধ 'প্রবন্ধ লিখে রবীন্দ্রনাথের প্রতি তাঁর ক্ষোভের প্রকাশ করেছেন । হা হতোস্মি! নজরুল যে তাঁর 'সনচিয়তা" উৎসর্গ করলেন রবীন্দ্রনাথকে? এ কোন রবীন্দ্রনাথ? অন্য কেউ নাকি?

মৌলভীদের কে যে 'মৌ-লোভী' বলেছিল সেই নজরুলকে মুরতাদ ঘোষনা করে 'কাফের কাজী' ডেকেছিলো এই হুজুরেরাই । এই হুজুরেরাই নজরুলের কংগ্রেসী টুপি মাথায় ছবিকে ব্যাবহার করে মুসলমানের কবি বানায় । কোন নজরুল? যে নজরুল ভারতীয় কমিউনিষ্ট পার্টির অন্যতম প্রতিষ্টাতা কমরেড মুজাফফর আহমদ এর ঘনিষ্ঠজন? যে নজরুল নিজেও ভারতীয় কমিউনিষ্ট পার্টির সদস্য? সেই কমিউনিষ্ট নজরুল ইসলামী জাতীয়তাবাদের কবি!

লালনের চুঁড়োবাধা চুলের ছবিকে ছেটে দাড়িওয়ালা লালনকে মুসলিম পীর বানানোর ইতরামী ও করেছেন একদা এই হুজুরেরা ।

এই ভাবে রবীন্দ্রনাথ অপমানিত হন, নজরুল খন্ডিত হন, লালন বিকৃত হন ধর্মব্যাবসায়ীদের হীনতায় । হুজুরেরা জানেননা রবী-নজরুল-লালনদের ধারন করে এতো ঋদ্বতা ধারন করেনা ধর্ম স্বয়ং, ধর্মেরা ষাঁড়েরা তো কোন ছার!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।