'এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৬:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.
বাংলার ধনুকের ছিলায় ছিলায় যতো টান
তীরের ফলায় তবু বিষ নয়, লালনের গান
সে গানে বিদ্ধ বুক , রক্তে অশ্রু ছলোছলো
এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?

'শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল' রবি গানে
যে নদীর কুল নেই , সে স্রোতে বৈঠা যারা টানে
আব্বাসউদ্দীন দরিয়ায় ধরেছেন সুর
শাশ্বত বেহুলার ভালোবাসা, সিঁথির সিঁদুর
ভাষাশহীদের খুনে শিশির ও আরো লাল হলো
এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?

স্মৃতিতে এখনো শুনি বঙ্গবন্ধুর আহ্বান
পূবের আকাশ ছুঁয়ে শান্তিতে ভোরের আজান
একুশের হাত ধরে চেতনার হয় হাতেখড়ি
বাংলা দেখলে আমি এখনো 'বাংলাদেশ' পড়ি
মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো
এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?

[কথা, সুর, কন্ঠঃ কবীর সুমন ]

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস, গানটার হাই-কোয়ালিটি-এনকোড পেলে একটু আপডেট করবেন।

হাসান মোরশেদ এর ছবি

শুনা যাচ্ছেনা?
এটা আমার অসম্ভব প্রিয় গান । কিন্তু দেশ ছাড়ার পর আর ব্যক্তিগত সংগ্রহে নেই । অনেক খুঁজে ই-স্নিপ্সে পেয়ে গেলাম ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রকৃতিপ্রেমিক, এটা শুনে দেখেন তো কোয়ালিটি কেমন...

হাসান মোরশেদ এর ছবি

ধন্যবাদ শিমুল । এটাই তাহলে মুল পোষ্টে জুড়ে দিচ্ছি । অনেক স্নিগ্ধ শুনাচ্ছে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনাকেও ধন্যবাদ। ঃ)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা ঠিক আছে। এই প্রজেক্টটা একটা দুর্দান্ত প্রজেক্ট। খুবই ভালো হবে আমাদের জন্য যারা ঠিক খুঁজতেও জানিনা কোথায় কোন গান পাওয়া যায়।

তানভীর এর ছবি

মুক্তিযুদ্ধ ডাকে আগামীর দিকে হেঁটে চলো
এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?

ধন্যবাদ গানটা খুঁজে দেবার জন্য চলুক

হাসান মোরশেদ এর ছবি

'এ যদি আমার দেশ না হয় তো, কার দেশ বলো?' - এই কথাটার মধ্যে কি অসম্ভব দৃপ্ত একটা অধিকারবোধ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তুলিরেখা [অতিথি] এর ছবি

বিজয় দিবসে অনেক শুভেচ্ছা, সব শুভ হোক, সার্থক হোক ।

s-s এর ছবি

অসম্ভব সুন্দর গান মোরশেদ! আমি শুনিনি এই গান, সুমনের গান কতদিন পরে শুনছি! অসম্ভব সুন্দর!

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

s-s এর ছবি

"বাংলা দেখলে আমি এখনো 'বাংলাদেশ' পড়ি"!
বাহ!

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

খেকশিয়াল এর ছবি

আগে শুনি নি গানটা, দারুন লাগল। হাসান মোরশেদ ভাইকে ধন্যবাদ গানটার জন্য ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

আমিও আগে শুনি নি গানটা। ধন্যবাদ হাসান মোরশেদ!

নির্বাক এর ছবি

গানটা অসাধারন!!!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সাইফুল আকবর খান এর ছবি

খুব সুন্দর।
গান আর পোস্ট। হাসি
ধন্যবাদ।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

হৃদিতা  এর ছবি

মন ছুঁয়ে যাওয়া একটা গান...
প্রথম অন্তরার শেষ লাইনের কথাগুলো সম্ভবত এরকম...
"শাশ্বত বেহুলার ভালবাসা সিঁথির সিঁদুর
ভাষাশহীদের খুনে সে সিঁদুর আরও লাল হলো...
এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো???"

আমি এই পোস্টের লিরিকসে গানটা গেয়ে ফেলেছিলাম একটা অনুষ্ঠানে... স্টেজ থেকে নামার পর এক বড় ভাই ঠিক করে দিলেন কথাগুলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।