হাসিনাকে নিয়ে কাইজ্যা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ১৬/০৭/২০০৭ - ১১:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাইজ্যা মানে যারা বোঝেন না তাদের এই পোস্টে পাড়া দেওয়াই উচিত না। পাড়া দেওয়া যারা বোঝেন না, তারা কোন ছার।

যাই হোক, আজকে ভোরবেলা উঠে শুধালাম আমাদের ফোরম্যানকে, খেলার অবস্থা কী। ব্রাজিল জিতে গেছে শুনে মেজাজটা চরম খারাপ হলো। চল্টা উঠে যাওয়া মন নিয়ে কোনমতে বের হলাম। অফিসে যাবার পথে জ্যামে বসে ঘামতে ঘামতে দেখি, পাশের গাড়িতে বসে এক ভদ্রলোক প্রায় হামলে পড়ে খবরের কাগজ পড়ছেন, তাতে লেখা হাসিনাকে গ্রেফতারের সংবাদ।

শেখ হাসিনা গ্রেফতার হয়েছেন শুনে একটু দুশ্চিন্তা হলো। আবারও কি তাহলে মারপিট, উত্তেজনা? খুনী মইত্যা রাজাকার আর মোজা রাজাকার ঘুরে বেড়ায় দেশেবিদেশে, দুর্নীতির মামলা খেয়ে হাসিনা খালেদার প্রাণ ওষ্ঠাগত। কী আর করা, গেলাম অফিসে।

সহকর্মী একজন বেশ হাসিনাভক্ত, কাজের ফাঁকে একবার এলেন পায়চারি করতে করতে। আজকে কাজের চাপ কিঞ্চিৎ কম তার।

"আচ্ছা, এখন যদি একটা অঘটন লাগে?" তিনি শঙ্কিত প্রশ্ন করেন।

আমার কাজের চাপ কমে না কখনো, নিজের দোষেই। আমি বলি, "হুঁ, লাগতেই পারে। ব্রাজিল জিতে গেছে, আর্জেন্টিনার সাপোর্টাররা ক্ষেপে আছি সবাই।"

তিনি আমার এমন রাজনৈতিক নিস্পৃহা দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। ধরা গলায় বললেন, "হাসিনাকে অ্যারেস্ট করেছে, আর আপনি খেলার প্যাচাল পারেন?"

আমি করুণার দৃষ্টিতে তাঁর দিকে তাকাই। বলি, "ভাই, ঘুম থেকে উঠেন। এখনও জরুরি অবস্থা চলছে। গোটা দেশই কমবেশি অ্যারেস্ট হয়ে আছে। আর হাসিনা তো আর আমার আপনার মতো আমজনতা না। অ্যারেস্ট হলেও বিশেষ ব্যবস্থায় আরামেই থাকবেন।"

তিনি অস্থিরভাবে তেড়েফুঁড়ে ওঠেন। বলেন, "না না না! এ ধারণা ভুল! যদি ... যদি হাসিনা ক্রসফায়ারে মারা পড়ে?"

আমি চমকে উঠি তাঁর এ কথায়। ক্রসফায়ার এলো কোত্থেকে?

তিনি বকেই চলেন, "মনে করুন, শেখ হাসিনাকে নিয়ে সেই বাহিনী অস্ত্র উদ্ধারে বের হলো। নিয়ে গেলো ধানমন্ডি লেকের পাড়ে। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা জলিল, জিল্লুর, রাজ্জাক, তোফায়েলরা তাদের ওপর গুলি করলো। বাধ্য হয়ে সেই বাহিনী পাল্টা গুলি চালালো। এ সময় পালাতে গিয়ে ক্রসফায়ারে নিহত হলো হাসিনা। অকুস্থলে একটা পাইপ গান আর দুই রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেলো। ... এমন যদি হয়?"

আমি এবার ক্ষেপে যাই। এতো এতো কাজ, বোন্দা বোন্দা ডেটা, চার পাঁচখান এক্সেল ফাইল উপচে পড়ছে চার্ট আর টেবলে, আর এই ব্যাটা শুরু করেছে ফাও প্যাঁচাল। বলে ফেললাম কিছু অন্যায্য কথা।

তারপর লাগলো কাইজ্যা। বুঝলেন তো?


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

হুম, ক্রশ ফায়ারে গণতন্ত্র মুক্তি পাবে। জলপাই মামা জিন্দাবাদ।

ফারুক হাসান এর ছবি

এই দুর্দিনে একটু শব্দ কইরা হাসলাম। যোগানদাতারে ধন্যবাদ দিয়া বাটু করবো না।
হাসতেই আছি।

-----------------------
এই বেশ ভাল আছি

ফারুক হাসান এর ছবি

তিনি বকেই চলেন, "মনে করুন, শেখ হাসিনাকে নিয়ে সেই বাহিনী অস্ত্র উদ্ধারে বের হলো। নিয়ে গেলো ধানমন্ডি লেকের পাড়ে। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা জলিল, জিল্লুর, রাজ্জাক, তোফায়েলরা তাদের ওপর গুলি করলো। বাধ্য হয়ে সেই বাহিনী পাল্টা গুলি চালালো। এ সময় পালাতে গিয়ে ক্রসফায়ারে নিহত হলো হাসিনা। অকুস্থলে একটা পাইপ গান আর দুই রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেলো। ... এমন যদি হয়?"

হাসতেই আছি।

-----------------------
এই বেশ ভাল আছি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলুক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

সমধর্মী মেরু পরষ্পরকে বিকর্ষণ করে বলে জানতাম। আপনি কীভাবে আপনার মতই (বিচিত্র) উদ্ভাবনী শক্তির অধিকারী লোকেদের আকর্ষণ করেন, সেটাই ভাবি শুধু। আওয়ামী লীগ ও ক্রসফায়ার। পারেনও ভাই!! আমিও হাসছি শুধু।

উৎস এর ছবি

সেটাই।

এস্কিমো এর ছবি

হলেও হতে পারে।
ধন্যবাদ হিমু!

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

লেমন জুস!

আরিফ জেবতিক এর ছবি

হা:ঞা:ঞা:হা:

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

অমিত আহমেদ এর ছবি
তারেক এর ছবি

আপনারা হাসতেছেন? আমার আব্বা অন্ধ আওয়ামীলীগার। উনার চিন্তাভাবনাও এরকমই। গতকাল ভোরে ফোন করে ঘুম ভাঙ্গিয়ে তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিল। আব্বার উদ্বেগ দেখে যে কারো ধারণা হতে পারে ঢাকায় গজব নাজিল হতে যাচ্ছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি এর ছবি

হিমু
দুইদিন ধরে কিছুই লিখছেননা। বারবার আপনার ব্লগে এসে ঘুরে যাচ্ছি।

হিমু এর ছবি

অতিথি!

আপনি কে গো ভাই? নামধাম কিছুই বললেন না! আপনাকে তো দেয়ালে বাঁধিয়ে রাখবো ভাবছি! এমন পাঠক আর কি জুটিবে ভালে?


হাঁটুপানির জলদস্যু

ফারুক হাসান এর ছবি

কি ভাইজান, কাইলকা অফিস নাই, অহনও লগইন হইয়া রইছেন?

-----------------------
এই বেশ ভাল আছি

রানু এর ছবি

হাসিনা আপার ভাগ্য ক্রমফায়ারমুক্ত।

অতিথিনী এর ছবি

প্রিয় হিমু
আশা করি এবার আর ভাই ভেবে ভুল করবেননা।
মন্তব্যের জবাব দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ইতি
আপনার একনিষ্ঠ পাঠিকা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।