আত্মতুষ্টির অবকাশ নেই

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ২৬/০৩/২০১০ - ৫:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


যুদ্ধাপরাধীদের বিচার কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। সরকার পলিটিক্যালি কারেক্ট থাকার জন্যে ১৯৭১ সালে যুদ্ধকালে চলমান অপরাধগুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করে মানবতাবিরোধীদের বিচার হিসেবে একে অভিহিত করেছে, এবং মিডিয়া সে সংশোধন অনুসরণ করছে বলে দেখতে পাচ্ছি।

আশঙ্কা জেগেছে, যুদ্ধাপরাধ, অর্থাৎ পাকিস্তানের নিয়মিত বাহিনী যেসব অপরাধ করেছে, সেগুলো প্রকারান্তরে ছাড় পেয়ে যাচ্ছে কি না। আমি মনে করি, যাচ্ছে না। আমরা সেগুলো নিয়েও কাজ করবো। কিন্তু সবার আগে বিচারের মুখোমুখি করতে হবে ঘরশত্রু বিভীষণদের। এদের শাস্তি নিশ্চিত করে তারপর আমরা এগোতে পারবো। ৩৮ বছর পর যখন ঘর সাফের কাজে মোটে হাত দেয়া হয়, তখন সে কাজেই সর্বশক্তি নিয়োগ বিচক্ষণ কাজ বলে আমি মনে করি।

কিন্তু আমাদের আত্মতুষ্টির অবকাশ একেবারেই নেই। কারণ যে বরাহের বিপরীতে আমরা অবস্থান নিয়েছি, সে মস্ত, হিংস্র, ক্ষিপ্র, ধূর্ত। এই সরকার ক্ষমতায় আসার পরপরই সংঘটিত একটি বাহিনীবিদ্রোহ এবং পার্বত্যাঞ্চলে আরেকটি গৃহযুদ্ধ পরিস্থিতির চেষ্টা আমাদের সতর্ক হবারই পরামর্শ দেয়। আত্মরক্ষার জন্যে এরা মরণকামড় বসাবে।

বিচারের জন্যে গঠিত ট্রাইবুন্যাল, প্রসিকিউশন ও তদন্ত টিমের সদস্যরাও বিপন্ন হতে পারেন। তাঁদের প্রলোভন ও ভীতি প্রদর্শন করা হতে পারে, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে হতে পারে, তাঁদের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হতে পারে পদে পদে। নাগরিকদের কর্তব্য তাঁদের ওপর চোখ রাখা, তাঁদের কাজ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। আমরা তাই প্রতিনিয়ত জানতে চাইবো তাঁদের সম্পর্কে, তারা ঠিক আছেন কি না।

বিচারের কাজকে বাধাগ্রস্ত করার জন্যে অনলাইনে ও অফলাইনে প্রোপাগাণ্ডা দল নিয়োগ করছে বরাহশক্তি। এদের প্রতিহত করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। বাংলা ব্লগোস্ফিয়ার ছেয়ে যাবে এদের উৎপাতে। এরা বেতন ও আদর্শ পান করে কাজে নেমেছে, সুনির্দিষ্ট রুটিনে এরা অক্লান্তভাবে লড়ে যাবে। আমরা কি প্রস্তুত এদের মোকাবেলার জন্যে? কারণ কাজটা আমাদেরই।

সাম-দান-দণ্ড-ভেদ সব নীতিই কাজে লাগাবে বরাহের অনলাইন অবতার। জবাবে আমাদের বল্লমে ধার আছে তো? আছে তো?


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- আমারও এইটাই অভিমত। পাকিস্তানিদের জড়াতে গিয়ে আঁটুনি বজ্র দিয়েও গেরোটা ফসকা হয়ে গেলে সমস্যা। পাকিস্তানিদের এদেশীয় দোসর রাজাকাররা অতিসূক্ষ্ণ পথেও পার পেয়ে যেতে পারে।

কিন্তু আপাতত "মানবতার বিরুদ্ধে অপরাধ" হিসেবে ধরে, রাজাকারদের বিচার শুরু করে, তাদের অভিযোগ প্রমাণ করতে সমর্থ হলেই সহযোগী মাথা হিসেবে পাকিস্তান আসতে বাধ্য।

এক্ষেত্রে মাথা টেনে কানকে না এনে, কান টানতে টানতে মাথাকে সামনে নিয়ে আসার মতো ব্যাপার হবে।

এই সবকিছুই অবশ্য তাত্ত্বিক ধারণা। বাস্তবে এতো সহজ হবে বলে মনে হচ্ছে না সবকিছু। সরকারের পাশাপাশি, তদন্ত কমিশনের পাশাপাশি, বিচারকদের পাশাপাশি আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেনো যেকোনো মূল্যেই আমরা এই বরাহদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ করতে পারি।

এদের বিচারকার্য শুরু হচ্ছে মানে, আমাদের কাজ শেষ নয়। বরং একটা কঠিন কাজের শুরু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শামীম এর ছবি

কান টানলে মাথা আসবে ... এটা মাথার অংশ জানে, কানের অংশও এটা তাদের বারবার মনে করিয়ে দেবে।

জনকল্যানে এই পোস্টটা স্টিকি করা উচিত বলে মনে করি।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বিচারের জন্যে গঠিত ট্রাইবুন্যাল, প্রসিকিউশন ও তদন্ত টিমের সদস্যরাও বিপন্ন হতে পারেন। তাঁদের প্রলোভন ও ভীতি প্রদর্শন করা হতে পারে, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে হতে পারে, তাঁদের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হতে পারে পদে পদে।

-লোভের টোপের প্রভাবমুক্ত থাকতে পারার সম্ভাবনা খুব বেশি নাই। ভয় ব্যাপারটাও ভূতের মত কাঁধে চেপে বসতে পারে আগেই। এর পেছনে সাহস জোগাতে পারে জনমত। ব্যাপক জনমত।

___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রানা মেহের এর ছবি

বাকিদের কথা জানিনা।
সচলায়তন যেন না থামে।

আচ্ছা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা কী করতে পারে? কিছু তো নিশ্চয়ই করবে।
একটা তালিকা করা যাক

১. বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস বাড়াবে
২. গার্মেন্টস শিল্পে তাদের প্রভাব কেমন, জানিনা। যদি থেকে থাকে সেখানে শ্রমিকদের ক্ষেপাবে।
৩. তসলিমার ইস্যু টেনে আনতে পারে
৪. পহেলা বৈশাখে কোন বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। ছাব্বিশে মার্চ ভালোয় ভালোয় কাটলে হয়
৫.পুলিশ বাহিনীতে কোন বিদ্রোহ ছড়ানোর চেষ্টা করতে পারে
৬. মধ্যপ্রাচ্য থেকে প্রচুর শ্রমিক ফিরে আসবে।
৭. ভারত আর মায়ানমারের সাথে সীমান্তে সমস্যা তৈরীর চেষ্টা চালাবে

আরো কতকিছু যে করতে পারে এরা। আমাদের সজাগ থকতে হবে। খুব সজাগ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দুষ্ট বালিকা এর ছবি

সহমত। আমাদের সজাগ থকতে হবে। খুব সজাগ।

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুরঞ্জনা এর ছবি

বরাহ শিকার জারী থাকুক।
ঘুম নেই আমাদের।
....................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তারাপ কোয়াস [অতিথি] এর ছবি

সবার আগে বিচারের মুখোমুখি করতে হবে ঘরশত্রু বিভীষণদের। এদের শাস্তি নিশ্চিত করে তারপর আমরা এগোতে পারবো। ৩৮ বছর পর যখন ঘর সাফের কাজে মোটে হাত দেয়া হয়, তখন সে কাজেই সর্বশক্তি নিয়োগ বিচক্ষণ কাজ বলে আমি মনে করি।

সহমত।
সচলায়তনে এই বিচার ব্যবস্থা সংক্রান্ত তথ্য, আপডেট সংক্রান্ত পোষ্ট স্টিকি করা দরকার বলে মনে করছি।

স্বপ্নহারা এর ছবি

আমি আশংকায় আছি...শীঘ্রই খারাপ কিছু একটা অপেক্ষা করছে আমাদের জন্য...এরা মরণকামড় দেবেই। তদন্ত ও বিচারের সাথে জড়িত সবাইকে সুরক্ষিত করার ব্যবস্থা নিতে হবে। সারা দেশজুড়ে সাধারণ ছাত্রদের-সাধারণ মানুষদের অনেক বড় ভূমিকা নিতে হবে...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

"কিন্তু সবার আগে বিচারের মুখোমুখি করতে হবে ঘরশত্রু বিভীষণদের"

সহমত ! হাসি

মুক্ত বিহঙ্গ

সাফি এর ছবি

বিচার হইলেই হল যেই নামেই কন না কেন। আর এদের বিচার করলে এরা হয়ত খুশি মনেই এদের পাকি গুরুদের নামে টেস্টিফাই করবে। 'ডুবলে সবাই মিলেই ডুবি'

অতিথি লেখক এর ছবি

হিমু ভাই আপনার সাথে আমরাও আছি। তবে একটা ব্যাপারে আমি কিঞ্চিৎ দ্বিমত পোষন করছি। সব ঘটনার পেছনে এই দলটিকে জরাবেন না, তাহলে অন্যসব সুবিধাবাদীরা সুবিধা আদায়ে আরো তৎপর হবে। নিজেদের স্বার্থ হাসিলে বিভিন্ন অঘটন ঘটিয়ে যুদ্ধাপরাধীদের ঘারে চাপায় দিয়ে খালাস পেয়ে যাবে।

ঘৃণ্য রাজাকার, পাকিস্তানি দোসরদের বিচার এখন সময়ের দাবী, আমাদের মত কোটি নতুন প্রজন্মের প্রাণের দাবী। যে কোন মূল্যে এদের বিচার করতে হবে। তাই বলছি যে কোন ঘটনার পেছনে এদের নিয়ে অন্যদের অপরাধ করার সুযোগ করে দিবেন না।

সরকার যেখানে এখনো প্রমাণসহ বলতে পারছে না কারা বিডিআর বিদ্রোহ করেছে, কারা পার্বত্য এলাকায় সহিংশতা ঘটিয়েছে, সেখানে কেন আমরা একটি অপরাধী চিহ্নিত গোষ্ঠীকে দায়ী করে প্রকৃত অপরাধীকে সুখ নিদ্রায় রাখছি?

আমার কথা গুলো ভিন্নভাবে নিবেন না। সচলায়তনে ইদানিং আবার ব্যক্তি আক্রমণ করা কালচারে পরিণত হয়ে যাচ্ছে। আমি আমার মতামতটা জানালাম আর কি? স্বাধীন বাংলাদেশে রাজাকারদের স্বাধীন বসবাস, চলাচল, কথাবার্তা, রাজনীতি আমি কোনদিনও সমর্থন করতে পারিনি, ওদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, আজও আছি, যতদিন বিচার না হয়, বিচারের জন্য যে কোন উদ্যোগকে সমর্থন করে যবো আমৃত্যু।

আপনার সাথে বল্লম নিয়ে ঝাপিয়ে পড়ার দলে আমিও আছি। ধন্যবাদ এই রকম একটা সতর্কমূলক পোষ্ট দেয়ার জন্য।

কামরুজ্জামান স্বাধীন।

হিমু এর ছবি

ছাগুদের আক্রমণ করা সবসময়ই সচলায়তনের কালচার ছিলো ভাই। আপনি দুইদিনের যোগী তাই ভাতকে অন্ন বলতে চেষ্টা করছেন।

আপনার বক্তব্য আমি বুঝতে চেয়েও পারি নাই। কারণ, বিডিআর বা পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমি কোনো দলকে দায়ী করি নাই, বলেছি এই ঘটনাগুলো আমাদের সতর্ক হতে বলে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

দুষ্ট বালিকা এর ছবি

বরাহ শিকার জারি থাকুক...
বল্লম ধারালো থাক সবসময়েই...

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনুপম ত্রিবেদি এর ছবি

প্রথম আলো'র ২৬ মার্চ, ২০১০ সংখ্যায় প্রকাশিত খবর থেকে তুলে দিলাম -

যাদের বিচার হবে: মুক্তিযুদ্ধ চলাকালে সরাসরি যেসব ব্যক্তি খুন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী হিসেবে স্বীকৃত অপরাধে জড়িত, তাদের বিচারের নীতি ঠিক করেছে সরকার। পাশাপাশি যারা এসব কাজের পরিকল্পনাকারী ও মদদদানকারী, তাদেরও বিচারের আওতায় আনা হবে।
পাকিস্তান আর্মি অ্যাক্টে ১৯৭১ সালে যাদের সহযোগী বাহিনী (অক্সিলারি ফোর্স) হিসেবে ঘোষণা দেওয়া আছে, তাদের মধ্যে যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল, তাদের বিচারের সম্মুখীন করা হবে।
পাকিস্তান আর্মি অ্যাক্টে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী বাহিনী হিসেবে ঘোষণা করা আছে।

তবে ছগু গুলা ইতোমধ্যেই পাগলা ম্যাতকার শুরু করেছে। তারা এখন রাজাকার হত্যাকারী মুক্তিযোদ্ধা, বেজন্মা বিহারী পোন্দানো ব্যক্তি বর্গেরও বিচার দাবীতে রাস্তায় নেমেছে। বেশ কিছু ব্লগে মন্তব্য হিসেবে এগুলো লিখা-লিখি শুরু করেছে। সচলে এখনো আসার সাহস করছেনা তবে একেবারেই যে সে সাহস করবে না, তা কিন্তু বলা যায় না।

রানা আপুর পয়েন্ট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এইটুকু বলতে পারি ব্যাক্তিগত ভাবে আমি জেগে আছি - বিচারের শেষ দিনটি পর্যন্ত। এইসব বরাহদের শিকারে একটুও পিছপা হবোনা। চলুন সবাই মিলে জেগে থাকি আর পাহারা দেই, যেনো একটা বরাহ ও খোয়াড়ের বাইরে না থাকে ... ... ...

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

auto

স্বাধীন এর ছবি

বিচার প্রক্রিয়া অবশেষে শুরু হয়েছে দেখে ভাল লাগছে। এখন দেখা যাক কতদিন লাগে পুরো প্রক্রিয়া শেষ হতে। সরকারের এই মেয়াদেই শেষ করা উচিত পুরো বিচার প্রক্রিয়া।
কারোর কি জানা আছে আনুমানিক কতদিন লাগতে পারে পুরো বিচার প্রক্রিয়া শেষ হতে। নাকি আমাদের অপেক্ষা করতে হবে আরেকটি বিনপি মেয়াদ শেষে আবার আওয়ামী লিগের মেয়াদের জন্য। তার মানে আরো কমপক্ষে আট নয় বছর। উহু এত সময় অপেক্ষায় থাকা যাবে না। এই মেয়াদেই চাইলে কি সরকার শেষ করতে পারে? আওয়ামী লিগ যেন এই বিচারকে ঝুলিয়ে রেখে পরবর্তী নির্বাচনে পার পাওয়ার চিন্তা না করে। এই মেসেজ়টাও আমাদের সরকারের কানে বারংবার বলে যেতে হবে। তাই আসলেই আত্মতুষ্টির সুযোগ নেই।

সূর্যগ্রহণ [অতিথি] এর ছবি

যুদ্ধাপরাধীর বিচার রাজনইতিক দলের উর্ধে হওয়া উচিত। আজকে যেসব যুদ্ধাপরাধী মুখোশ বদলে, সুবিধাবাদিদের দলে ভিড়ে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া উচিত। শুধু একটি দলের বিরুদ্ধে ধুয়া উঠিয়ে, নিজ দলের অন্তর্ভুক্ত অথবা নিজ দলের সমর্থনকারি যুদ্ধাপরাধী দের আড়াল করাতে সরকারি দলের কিছু অর্জন থাকতে পারে, কিন্তু আমাদের সাধারন মানুষের উচিত, সরকারের সেই যুদ্ধাপরাধী নিবার্চিত তালিকা প্রশ্নের উর্ধে কিনা, রাজনইতিক দলের উর্ধে কিনা, সেটা খতিয়ে দেখা। এই ইস্যু টাতে আমাদের সজাগ থাকতে হবে। সর্বোপরি, এই যুদ্ধাপরাধী বিচারের ইস্যুতে সাধারন জনগন যেরকম, দলীয় সমর্থনের বাইরে গিয়ে জনমত তইরিতে অংশ নিয়েছে, আশা করব বর্তমানে এবং ভবিষ্যতে যে কোন জাতীয় ইস্যুতে সচেতন জনমত তইরিতে সাধারন জনগন স্বতস্ফুর্ত ভাবে অংশ নিবে.........

--------------------------------------------------------------------------------
কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আসুন, তাকে 'তুই একটা মীরজাফর' না বলে, বলি, 'তুই একটা নিজামী'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।