পোস্টারায়তনঃ চ্যারিয়টস অব ফায়ার ... কিন্তু ...

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১২/০৮/২০০৯ - ৮:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


গতকাল বাংলাদেশ বনাম জিম্বাবের খেলা দেখিনি ঠিকমতো। শরীর খ্রাপ, মেজাজ খ্রাপ। ক্রিকইনফো খুলে দেখলাম সাকিব ফাটিয়েছে, ৬৪ বলে ১০৪। যা আশঙ্কা করেছিলাম, তা-ই ঘটলো, পত্রিকার ক্রীড়া সাংবাদিকরা বাণীশৃঙ্গারে ব্যস্ত হয়ে পড়লো তাকে নিয়ে। একে গাছে চড়িয়ে মই কেড়ে না নেয়া পর্যন্ত মনে হয় কেউ থামবে না।

আরো যা দেখলাম, চার চারজন ব্যাটসম্যান রান আউট হয়েছে। পথমালু আবার একে "মজার ঘটনা" বলে জাহির কর...[justify]
গতকাল বাংলাদেশ বনাম জিম্বাবের খেলা দেখিনি ঠিকমতো। শরীর খ্রাপ, মেজাজ খ্রাপ। ক্রিকইনফো খুলে দেখলাম সাকিব ফাটিয়েছে, ৬৪ বলে ১০৪। যা আশঙ্কা করেছিলাম, তা-ই ঘটলো, পত্রিকার ক্রীড়া সাংবাদিকরা বাণীশৃঙ্গারে ব্যস্ত হয়ে পড়লো তাকে নিয়ে। একে গাছে চড়িয়ে মই কেড়ে না নেয়া পর্যন্ত মনে হয় কেউ থামবে না।

আরো যা দেখলাম, চার চারজন ব্যাটসম্যান রান আউট হয়েছে। পথমালু আবার একে "মজার ঘটনা" বলে জাহির করেছে, ফেসবুকে শিমুলের কল্যাণে জানতে পারলাম। মেজাজটা আরো চড়লো। তাই আরেকখান পোস্টার ছাড়লাম। ভুলত্রুটি মার্জনীয়।


.
.
.

.
.
.


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

বস, আপনে গুরু গুরু
জটিল হইসে বস!!!
প্রথম আলু আলুর দোষে ভুগে বলেই বোধ হয় তাদের কাছে ৪ জন রান আউট হওয়াটা মজার বলে মনে হয়।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

আজকাল চক্ষে কম দেখি বস। পোস্টারের লেখাগুলা পড়তে পারলাম না। তবে শিরোনাম দুর্দান্ত হইছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

উপরের অংশ পড়তে পারলাম, নিচের অংশ বেশিই ছোট, পড়তে পারলাম না। তবে সব মিলিয়ে, দারুণ লাগল।

ঘাড়ব্যথা থাকতে থাকতেই আরো কয়টা পোস্টার নামায়া ফেলেন... হাসি

হিমু এর ছবি

ফ্লিকারে গিয়া টিবি দিয়া বড় কইরা দেক্তে হবে ভাইডি হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতন্দ্র প্রহরী এর ছবি

পোস্টারের লেখাগুলো দিয়ে দিলাম নিচে:


This is a story of two men
who run ... not to run ...
but to prove something
to the world.


They will sacrifice anything
to achieve their goals ...
Except their honour.


No. They are Bhodroloks.
They need a Rickshaw ride
to the other end.



CHARIOTS OF FIRE

... with a flat tire



4 of Bangladeshi batsmen got run out yesterday playing against Zimbabwe.

We demand an immediate employement of a rickshaw with a strong puller. He will get lunch, tea, drinks and other benefits such as sightseeing, shopping and screwing around, ... and will be considered as the 13th man. Nephews of the selectors will be preferred to nephews of, say, people like you and I.

Single runs are not to be charged more than 5 BDT. Double runs (known as up-down trips) are flat rate @ 12 BDT. Triple runs are more risky and hence pegged at an expensive rate of 20 BDT. Puller can't demand more regardless of sun, rain, wind or pitch condition.

Happy "running" , guys!

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ, প্রহরীদা, তবে পোস্টারে পড়তে মজা বেশী। লে-আউট টা জটিল হইসে, ফ্লিকারে গিয়া বড় সাইজ নিলে পরিষ্কার পড়া যায়।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতন্দ্র প্রহরী এর ছবি

ঠিক বলসেন সাইব্বাই, পোস্টারে পড়ার মজাই আলাদা। কিন্তু কেউ যদি ফ্লিকারে গিয়ে না দেখে, সে যেন মজা থেকে বঞ্চিত না হয়, এই কারণেই এইখানে দেওয়া। হাসি

সাইফ তাহসিন এর ছবি

কথা সত্য!!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

হিমু এর ছবি

বিডিয়ার্কে ২১বার তোপধ্বনিসহ ধন্যবাদ।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ফটুর নিচের লেখাগুলান পইড়া জুশ লাগছে খাইছে

বর্ষা [অতিথি] এর ছবি

জটিল হইছে.........লেআউট থেকে শুরু করে লেখা , আইডিয়াটা সব। পথমালু নাম এর কারন কি?

সুহান রিজওয়ান এর ছবি

হো হো...
এ যাবৎকালের সেরা পোস্টার !!

লেখা আর রিক্সা ভাড়া দেইখা হাহাপগে !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অন্যের "ভুলত্রুটি মার্জনা" না কইরা বাঁশ দিতে গিয়া নিজের "ভুলত্রুটি মার্জনীয়" দাবী করাটা হাস্যকর রকমের ডাবল স্ট্যার্ন্ডাড। হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভুতুম এর ছবি

অতিরিক্ত জুস!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

বালক এর ছবি

বস মানলাম আপনাকে। চলুক

_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

তানবীরা এর ছবি

প্রহরীরে ধনেপাতা। আমি ফ্লিকারে গিয়া টিপলাম কিছুই হয় নাই।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হিমু এর ছবি

জায়গামতো ক্লিক করতে হয় স্বাতী আপা। শুঁটকিভর্তা খাওয়ায়েন এই টিপসের জন্যে। অল সাইজেস বইলা একখান বাটন আছে, সেইটাতে টিবি দিতে হয়।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তানবীরা এর ছবি

একটা টিবি দেয়ার জন্য আর্ন্তজাতিক শুটকি খরচা করা যাবে না, হু হু উড়োজাহাজে উইড়া আসে বইলা কথা, লোকাল আলুর ভর্তা খাওয়াইতে পারি। তবে যদি পোস্টার বানানো শিখাই দাও তাহলে আলাদা কথা চোখ টিপি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মণিকা রশিদ এর ছবি

বড়ই সৌন্দর্য। আনন্দ পাইলাম।

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

হিমু এর ছবি

পোস্টার বানাইতেসি, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করা হইতেসে না।

পোস্টার টেক্সটের প্রথম সাত লাইন চ্যারিয়টস অব ফায়ারের মূল পোস্টার থেকে নেয়া। পরের তিন লাইন সংযোজিত প্যারোডি।

মূল পোস্টারে নিচের টেক্সটের জায়গায় পরিচালক, প্রযোজক, অভিনেতাদের নামধাম ছিলো। সেই জায়গায় আমি কিছু লিখে দিসি।

ছবির জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে ক্রিকইনফো.কম এর কাছে।

মাগনা প্রসেসিং সফটওয়্যারের জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে ইঙ্কস্কেপ আর গিম্প এর কাছে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পায়জামাস এর উপ্রে হিউমার আর কোনো পোস্টারে পাই নাই দেঁতো হাসি

সূর্যবন্দী মেঘ...

সাইফুল আকবর খান এর ছবি

পোস্টার-ইনস্পায়ারড ট্র্যাজি-প্যারোডি-

রানার দৌড়ছে, তাই টুংটাং বেল-টা বাজছে হাতে,
রানার ছুটেছে ভুদাই রানআউট হ'তে,
রানার, পিচ-টার ওই পথে পথে চলে, বুদ্ধি মানে না থামার!
রানার দৌড়ছে রানার!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।