সামহোয়্যার ইন ডেঞ্জার

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
ঘোষণা দিয়া সামহোয়্যার ছাড়াছাড়ি বড় একটা কাজের কিছু হবে বলে মনে হয় না। এই সাইটা দাড়াক এর মাঝে লোকজনরে আস্তে আস্তে জানাতে হবে এই সাইটের ইউআরএল। এই সাইটের স্ট্যাবিলিটিই সামহোয়্যারকে ধ্বসানোর জন্য যথেষ্ট হতে পারে। সেজন্য আরো কিছুদিন বেটা টেস্টিং চলুক। লোকজন এখানে আসবেই, যখন গেস্ট হিসেবে উঁকি দিয়ে দেখবে এখানে প্রতিদিন কুড়িটা ভাল লেখা পরে। আমি এইভাবেই বিষয়টাকে দেখি,অন্যরা সুচিন্তিত মতামত ব্যক্ত করতে পারেন।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
ঠাস কইরা সব একসাথে না ছাড়াই ভালো। ধীরে ধীরে..
হযবরল এর ছবি
হ এটাই কই। লোকজনরে হামবড়া/আত্মম্ভরিতা না দেখাইয়া সিগারেটের ধূয়ার মত মিলাইয়া গেলে ভাল, একটু ছাই রাইখা। ছাই মানে নতুন সাইটের ইউআরএল। সিগারেট খাইয়া আসি, মনে পইড়া গেল কতঘন্টা খাই না।
হাসান মোরশেদ এর ছবি
সেটাই । টেকগুরু' রা আশা করি জানান দেবেন ঠিক কবে গ্রীনরুমের পর্দা উঠবে । মনে হচ্ছে এখন পর্যন্ত সবাই অপেক্ষাতেই আছেন । তার আগ পর্যন্ত এইসব টুকটাক চালিয়ে যাওয়া হবে। সামহোয়ারইন শেষপর্যন্ত ছাড়তেই হবে । প্রত্যেকদিন গায়েপড়ে যন্ত্রনা নেয়ার কোনো মানে হয়না । এডমিন'রাই যেখানে জামাতীদের পেট্রোনাইজ করে, সেখানে গালিগালাজ আর ফ্লাডিং করে কতো ঠেকানো যায়? এইসব করতে গিয়ে না হয় ভালো কোনো লেখা, না হয় ভালো কোনো পড়া ।(নিজেই জড়িয়ে পড়েছি অনেক কুতর্কে অনেক সময়) গতবছরই সামহোয়ারে যতোটুকু মৌলিক লেখালেখি হয়েছে, এ বছর তার পরিমান কমে এসেছে অনেক । আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে । জামাতীদের প্রচারনা, আস্তমেয়ে-সাদিকদের ধর্মালোচনা আর ফজলে এলাহীর কুখাদ্য কবিতার গার্বেজ হয়ে উঠুক ওটা ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
হ মোটামুটি একমত। তয় গত উইকএন্ডে হাতে ভাল সময় ছিল। অনেকখানি লিখতে চাইছিলাম। ইচ্ছাই করল না!
হাসান মোরশেদ এর ছবি
ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে আসলে । গত কয়েকমাসে সামহোয়ারে এত বেশী কেচাল পারছি, এই সময়টা মৌলিক লেখালেখিতে দিলে বরং ফায়দা হতো । নির্লজ্জ্ব ভাবে এমনসব ইস্যু তৈরী হয়, মেজাজ বিলা করা ছাড়া উপায় ও থাকেনা ।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
মন উইঠা গেছে এইটা ঘটনা।
হযবরল এর ছবি
হাসান মোরশেদ ঠিক বলেছেন, এই বাজে ক্যাঁচালে ভাল লেখাও হয় না, সময় নষ্ট হয়। সত্যি বলতে সামহোয়্যারে সুস্থ প্রতিযোগীতার সিচ্যু নেই।
শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
আমার নামটা যে ইংরেজিতে হয়ে গেলো। বাংলা করার উপায় কী?

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি
নো প্রবস! এই এডমিনের বড় দয়ার শরীর । তিনি ঠিক করে দেবেন

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
ঐ জনাব হাসান মোরশেদ। আপনার মোবাইলের কী অইছে? নাম্বার দেন।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি
আমি খুঁজি আপনারটা, আর আপনে আমারে... হাহাহা।। । এখনি মেইল করছি স্যার

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি
হায় আল্লা, আমি যে ছাইড়া দিছি ! -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি
সহমত এই পোস্টের লগে।
হযবরল এর ছবি
মামু কেমন আছুইন ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।