লিখেছেন হযবরল (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
ঘোষণা দিয়া সামহোয়্যার ছাড়াছাড়ি বড় একটা কাজের কিছু হবে বলে মনে হয় না। এই সাইটা দাড়াক এর মাঝে লোকজনরে আস্তে আস্তে জানাতে হবে এই সাইটের ইউআরএল। এই সাইটের
স্ট্যাবিলিটিই সামহোয়্যারকে ধ্বসানোর জন্য যথেষ্ট হতে পারে। সেজন্য আরো কিছুদিন বেটা টেস্টিং চলুক। লোকজন এখানে আসবেই, যখন গেস্ট হিসেবে উঁকি দিয়ে দেখবে এখানে প্রতিদিন
কুড়িটা ভাল লেখা পরে।
আমি এইভাবেই বিষয়টাকে দেখি,অন্যরা সুচিন্তিত মতামত ব্যক্ত করতে পারেন।
মন্তব্য
অজ্ঞাতবাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অজ্ঞাতবাস
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আবার লিখবো হয়তো কোন দিন
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন