পরিস্থিতি-১৪

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ৫:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
সামারের তুরুমতাজ গবেষণা এখন আমার নার্ভের উপর চাপ ফেলবে মনে হচ্ছে। ক্লান্তবোধ করবার সময় পাচ্ছিনা। তার চেয়ে বেশী চেপে বসেছে,অসহায়ত্ব। গবেষণার একাকীত্ব এবং টুঁটি চেপে ধরা অসহায়ত্ব। বিনিয়োগকারীদের ধৈর্য্যের পরীক্ষা নেবার সুযোগ এখানে নেই। খরচের খাতায় পাঠিয়ে দিতে এরা তিলমাত্র সংকোচ বোধ করেনা। করবেই বা কেন। ৯/১১ উত্তর যুগে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর পেছনে বিনিয়োগ একেবারে হাতের কড়ায় গোনা। বিনিয়োগ সাফল্যমন্ডিত করবার জন্য,যা দরকার এরা করবে। বুক বেঁধে নামিছি তব হাঁটুর গহীনে পরানের সখী নিয়া সরব সঙ্গমে।।

মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি
আমি নামার দিন গুনছি । সাহস পাচ্ছিনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হযবরল এর ছবি
নেমে পড়ুন। তুতোভাই হয়ে যাই, ব্লগভাই থেকে।
হাসান মোরশেদ এর ছবি
হাহাহাহাহা... একপা এগোই তো তিনপা পিছাই । নিজেরে নিজে শুনাই- বহুৎ হইছে বাপ, আর কতো কেশ উৎপাটন করবা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হযবরল এর ছবি
আমি কেশপক্ক করছি অকালে।
সুমন চৌধুরী এর ছবি
সৌরভ এর ছবি
আমি চুল ছিড়ছি বসে বসে । ------ooo0------ অনুভূতিশূন্য কেউ একজন

আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।