প্রস্বেদনহীন রতি

হযবরল এর ছবি
লিখেছেন হযবরল (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ৫:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:
একটা পুরানো লিখা। সকাল ৬.৩০ কর্মক্ষেত্রে এসে ব্লগে ঢুকেই যখন দেখি শুভ'র মান ভেঙ্গেছে। বাড়ী বদলেছে। লগইন করা আছে একদল বন্ধু, তখন একটা পোস্ট মারতে কার না শখ হয়। ছন্দোবদ্ধ কাব্যের শানিত ভঙ্গিমায় বুকের পালংকে তীব্র সুখের র্নিলিপ্ততায় কবিতার জন্ম হয় না। কবিতার জন্য চাই আলোক সংবেদী জীবানুমুক্ত পরিবেশ হাতের চেটোয় ক্লোরোফিল কলম নিয়ে র্সূয স্নান করিয়ে নিতে হবে বারবার অশ্লীলতা লিখতে না চাইলে, দুটুকরো ত্যানা জড়িয়ে নাও উর্ধব এবং নিম্নাংগে ; স্নানরতা অবস্থায় লিখো না, মধ্যযুগীয় কাব্যের জলছাপ পড়ে যাবে কবিতার গায়ে। তোমার দানবীয় সত্ত্বার মৃত্যু রোধে নিশ্চিত করো, অক্সিজেন এর সাপ্লাই । ঠিক এরকম একটা পরিবেশে ভীষণ রকম রমনীমত্ত কবি বিপ্লবের ডাল-পালা ছেটে দিয়ে, প্রস্বেদন নিষিদ্ধ রতিতে সফল বিপ্লবের সোয়াদ খোঁজেন। ১০’ই জুলাই, ২০০৬

মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি
kothins!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি
ঠিকাছে। ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ভাস্কর এর ছবি
ভালো হইছে... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

কনফুসিয়াস এর ছবি
হযবরল এর ছবি
একটা নিষ্ঠুর রসিকতা করলো শুভ। জেনি ভালো নাই, শুভ'র মন খারাপ শুনে তারও মন খারাপ।
নিঘাত তিথি এর ছবি
হযু'দা গো, জটিল! --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

মাশীদ এর ছবি
বেশ ইয়ে...মানে...ঐ কঠঠিন আর কি! --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

ধুসর গোধূলি এর ছবি
জেনি কেডা? _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।