বিজয় দিবসের নাটিকাঃ সেমিকোলন

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: সোম, ২২/১২/২০০৮ - ১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরুটা খুব সাদা-মাটা। পরীক্ষার মাঝে মাথা হালকা করতে "মুক্তির গান" ছাড়লো আজমীর। পাশের ঘরে মাহমুদের তখন মাথা ঝাঁ-ঝাঁ করছে টেক-হোম টেস্টের সমাধান করতে গিয়ে। পড়ার বিরতিতে পাশের ঘর থেকে ভেসে আসলো মুক্তির গান। সেই গান শুনেই মাথায় খেলে গেল একটি চিন্তা। আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে যেন দূরে সরে যাচ্ছে। ভাবতে বসে গেল ইতিহাসের কথা।

ব্যাকরণে 'সেমিকোলন' ব্যবহৃত হয় দুটি সম্পূর্ণ বা প্রায়-সম্পূর্ণ বাক্যকে যুক্ত করতে। সেমিকোলনটি প্রথম বাক্যকে পূর্ণতা দেয়, দ্বিতীয় বাক্যটিকে দেয় ভিন্ন মাত্রা। একক ভাবে যতি চিহ্ন, কিংবা তার আগে-পরের বাক্যগুলো গুরুত্ব হারায়।

আমাদের ইতিহাসও তো তেমনই। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ যেন একটি বিশাল সেমিকোলন। এর আগের সময়টুকুর সব চেতনার পূর্ণতা দেখা যায় মুক্তিযুদ্ধে। সেই সাথে মেলে পরবর্তী প্রজন্মের জন্য দিক-নির্দেশনা।

আমাদের অসারতা, আর উত্তরপ্রজন্মের নিরুৎসাহের কারণে হারিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ ও তার চেতনা। সেই চিন্তা থেকেই বিজয় দিবসের রাতে পরীক্ষার মাঝেই এই নাটিকাটি লিখে ফেলে মাহমুদ। আজ রাতে বিজয় দিবসের অনুষ্টানে দেখানো হল নাটিকাটি।

নগণ্য কিছু প্রবাসী ছাত্রের এই ক্ষুদ্র প্রয়াসটুকু তুলে দিলাম আপনাদের জন্য। ত্রুটি-বিচ্যুতি ধরে দিলে বাধিত থাকবো।

জয় বাংলা!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

রাতের বেলা দেখে জানাবো। উদ্যোগের জন্য সাধুবাদ।

=============================

নুরুজ্জামান মানিক এর ছবি

রায়হানের মত আমিও রাতে দেখব ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

থেংকু থেংকু। তবে কয়লা ঘষে লোহা বানানোর পুরো কৃতিত্ব আর কারও। সদয় এবং ধৈর্যশীল পরিচালক না থাকলে এই টুকুও হত না। স্রেফ দাড়ির জোরে রোল পেলে সবাই বাকের ভাই হয়ে যেত।

আলাভোলা এর ছবি

script অসাধারন, অভিনয় চমৎকার।
খুব ভালো লাগলো। চলুক

ইশতিয়াক রউফ এর ছবি

হ্যাঁ, ছোটর মধ্যে ভাল স্ক্রিপ্ট ছিল। যথাস্থানে শুভেচ্ছা পৌঁছে দেবো।

ফাহিম এর ছবি

রাতে বাসায় গিয়ে দেখতে হবে।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

পান্থ রহমান রেজা এর ছবি

এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক মুক্তিযুদ্ধের চেতনা।

ফাহিম এর ছবি

দেখলাম, ভাল লাগলো, খুব।

অফটপিক ১। আপনার উচ্চারন ভালো, কবিতা আবৃত্তি করেন নাকি?

অফটপিক ২। ওভারট্রাম্প ও মজা লাগসে, যদিও তালগোল খুজে পাই নাই, তারপরেও মজা লাগসে...

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

ইশতিয়াক রউফ এর ছবি

১। আবৃত্তি জীবনেও করিনি। অভিনয়ও না। এটাই প্রথম। একটা সময় বিতর্ক করেছি টুকটাক। সেই সূত্রেই উচ্চারণ নিয়ে কিছুটা শিখতে হয়েছে। তবে সেটাও বছর ছয়েক আগের কথা। এই ক'দিনে টের পেলাম উচ্চারণ কত খারাপ হয়ে গেছে। মন খারাপ

২। ওভারট্রাম্প ছিল গত বছরের প্রোজেক্ট। স্রেফ বাঁদরামোর জন্য করা বলতে পারেন। "নির্দোষ বিনোদন।"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি দেখতে পারি নাই... একে তো নেট স্পিড কাছিমের... তার উপরে আমার ল্যাপি বোবা... কথা সাউন্ড শুনতে পাই না... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

হায় হায়, নজু ভাই না দেখলে ভুল ধরে দেবে কে? কাছিমকে বুঝিয়ে-শুনিয়ে রাজি করাতে পারলে দেখে নিয়েন কোন এক সময়।

বিপ্রতীপ এর ছবি

খুবই ভালো লাগলো ... চলুক
দাঁড়ির কারনে কনফিউসড ছিলাম তুমিই কিনা...পরে নাম দেখে শিওর হলাম...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

ইশতিয়াক রউফ এর ছবি

সুযোগ যখন পেয়েছি, তখন "চরিত্রের প্রয়োজনে" টাইপ ডায়লগ মারতে ছাড়বো কেন? চোখ টিপি দুই সপ্তাহ দাড়ি কাটতে দেওয়া হয় নাই, দুই দিন ঠিক মত ঘুমাতে দেওয়া হয় নাই। শুধু তাই না, চোখ যেন লাল থাকে, সেটা নিশ্চিত করতে ৯ খানা লাইটের সামনে ঠাঁয় বসিয়ে রাখা হয়েছিল দানা-পানি ছাড়া। মানুষ যে কেন পরিচালকদের ভাল পায়!! খাইছে

সাইফুল আকবর খান এর ছবি

সাবাশ!
ধন্যি ধন্যি!
পরিচালক ভালো হওয়ার দরকার নাই, কারণ সেক্ষেত্রে কাজটা ভালো হয় না। পরিচালক যতো খারাপ কাজ করবে অন্য পারফর্মারদের সাথে, কাজের খোলতাই বাড়ার সম্ভাবনা ততোই বাড়ে । চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফুল আকবর খান এর ছবি

স্যাল্যুট! সাধু সাধু।
খুবই ভালো হয়েছে। গায়ের পশমেই জাতীয় সঙ্গীত বেজে উঠলো যেন বারেবার!
সুন্দর এবং ধন্যি উদ্যোগ।
সবাই যেন সেই আলোকিত করার কাজটি করেন। কী দেশে আজ বাস করছি আমরা- মনে হ'লেই আবারও কষ্টে গা ছমছম ক'রে উঠলো এই আবারও। মন খারাপ
'সেমিকোলন'-এর সাথে সংশ্লিষ্ট সবাইকেই অনেক স-ঋণ ধন্যবাদ, অভিনন্দন, অভিবাদন। ধন্যবাদ আর অভিবাদন সবাইকে, যেখানেই যারাই আজো বলছেন সেই দিনের কথা।

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বল্প পরিসরে অসাধারণ!!!

অতন্দ্র প্রহরী এর ছবি

এখনো দেখিনি, একটু সময় লাগবে দেখতে, দেখব অবশ্যই। তবে সবাই যেহেতু ভাল বলছে, ধরেই নিলাম কাজটা আসলেই ভাল হয়েছে। শুটিং করতে গিয়ে যে কঠিন পরিশ্রম করলা সবাই, তা সত্যিই প্রশংসনীয়। আর মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে, এটা নিয়ে কাজ করার জন্য- হ্যাটস অফ টু য়্যু ম্যান।

রায়হান আবীর এর ছবি

যদি ভুল করে আমরা পতাকায় সূর্যের বদলে চাঁদ- তারা একে দিতাম...

দারুন লাগলো। রুমীর অভিনয় অসাধারণ। আজকে স্বাধীনতা দিবস, এই ভুল করার পর রুমী যখন অস্ত্র হাতে গর্জে উঠলো তখন আমারও শরীরের লোম- খাড়া হয়ে গিয়েছিল...

এমন উদ্যোগে সাধুবাদ!

=============================

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মুক্তিযুদ্ধের মহত্ত্ব প্রসারের যে-কোনও উদ্যোগেই আমার অকুণ্ঠ সমর্থন ও অভিনন্দন রইবে সব সময়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।