রক্তবমির দাগ

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: রবি, ১৫/০৬/২০০৮ - ১২:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভেতরে জলোচ্ছ্বাস ঘূর্ণিহাওয়া অজগর মোচড়

তোমার হাত জড়ানো আছে বলে বাহুতে
মেনে নেই বন্যা মহামারি জনযুদ্ধ
নিজেকে অপরাধী মনে হয়
ক্ষণভঙ্গুর জগতে আমি কেন এত তৃষ্ণার্থ হরিণ
চিরন্তন ক্ষতগুলো সারাতে পারে নাকি চুম্বন?

ঠোঠের জোৎস্না আর আলিঙ্গনের বুর্জোয়া আনন্দ ছাড়া
কী আছে তৃতীয় দুনিয়ায়
একদিকে আর্তমানুষের ক্রন্দন অন্যদিকে
তোমার হাতছানি-রেখে যাই রক্ত বমির দাগ..


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

ভাল্লাগলো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

ঠোঠের জোৎস্না আর আলিঙ্গনের বুর্জোয়া আনন্দ ছাড়া
কী আছে তৃতীয় দুনিয়ায়
একদিকে আর্তমানুষের ক্রন্দন অন্যদিকে
তোমার হাতছানি-রেখে যাই রক্ত বমির দাগ..

কি বীভৎস রকমের সত্য চিত্রকল্প! কবিতা ছাড়া এইভাবে আঘাত আর কে ই বা করতে পারে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

এটা বোধ হয় বইয়ে ছিলোনা,তাইনা?
'এই মিছা কবি জীবন...হায় তৃষ্ণার্ত হরিন '
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জাহেদ সরওয়ার এর ছবি

কই আছেন আপনি হাসান
আপনি কবিতা চেয়েছেন বলে দিলাম।

*********************************************

হাসান মোরশেদ এর ছবি

কৃতার্থ ।
মেইল কইরেন তো সময় করতে পারলে ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।