কোনো ক্রন্দন নেই

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: বুধ, ২৯/০৮/২০০৭ - ৪:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজের আধাঁরে আলো ফেলি
ওখানে সব পুড়ে যাওয়া কালো কালো ধ্বংশস্তুপ
পুড়ে যাওয়া শহর গুলোর জন্য
আমার কোনো ক্রন্দন নেই
সেই নিহত শহরের বেশ্যাদের জন্য
কিছু কান্না আজো রয়ে গেছে মনে
ভারে নুয়ে পড়া একজন বৃদ্ধকে দেখি
নিয়ত হেটে যায় মৃত সাগরের পাশ দিয়ে প্রতিদিন
নিজের মৃত্যুপ্রতীক্ষায়।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

সুন্দর। কোথাও পড়েছি যেন মনে হচ্ছে।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অছ্যুৎ বলাই এর ছবি

আঁধারে আলো যে ফেলতে পারে, তার আঁধার কি আর থাকে?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।