সমসাময়িক

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ১৭/১১/২০০৭ - ৬:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিয়ম করে হয় না তো আর পদ্যলেখা,
হারিয়ে গেছে মেঠো সে পথ আঁকা-বাঁকা।
ঘুলঘুলিতে বসে না আর চড়ুই পাখি,
তবুও আমি আপন মনে ছবি আঁকি।
একটি নদী, একটি পাখি, একটি ফুলের গল্প,
মেঘের ছায়ায় বনবাতাসীর দারুন চিত্রকল্প,
কোথাও বুঝি অবুঝ পাতা পড়লো ঝরে,
টিকিট ছাড়াই ফুচকি মারি গলির ঘরে।
রূপসী আজ মুচকি হেসে ডাকছে কাছে,
আয় না কাছে নাইবি যদি দেহের আঁচে!
ভাবের গাড়ি যাচ্ছে কোথায়? শুলকবহর?
বিজ্ঞাপনে ছেয়ে গেছে আমার শহর।
অচিন পথেই হাঁটছি একা ধূলোর পথে,
কর্পোরেটের হাওয়ায় ভেসে উল্টোরথে।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দেশে তাহলে এমোনই দিনকাল ।
-----------------------------------------
'জলপ্রিয় হে যুবক, তোমার ভিতরে এত
ভাঙনের পতনের শব্দ শুনি কেন!'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

হ্যাঁ বস, তার উপর বয়ে গেলো সিডর। মরার উপর খাড়ার ঘা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

শেখ জলিল এর ছবি

অচিন পথেই হাঁটছি একা ধূলোর পথে,
কর্পোরেটের হাওয়ায় ভেসে উল্টোরথে।
..এমনই তো চলছে জীবন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

??? এর ছবি

বাহ্! মধ্যের দুটি লাইনে ছন্দে একটু ব্যতিক্রম আনা হয়েছে, খুবই ভাল হয়েছে সেটা।
.............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

মুজিব মেহদী এর ছবি

বিজ্ঞাপনে ছেয়ে গেছে আমার শহর।
কার শহরটি ছায় নি বলুন!
.................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।