শুধুই ক্যাকটাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: বুধ, ২৫/০৬/২০০৮ - ৪:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১. আমার বুকপকেটে তার আধখানা ছবি,
আর আধখানা খেয়েছে উইপোকা কোন কালে,
আধখানা মুখ খুঁজে বেড়ানোই সবই,
শুধু আধখানা দিয়ে কি আর চলে?

২. আতাতায়ী প্রেমিক আজ
উড়িয়েছে শান্তির নিশান,
ভালোবাসা পোষ মেনেছে হীরে আর জহরতে
প্রেমিকা তাই বড় পেরেশান।

৩. বাড়িয়ো না হাত আর
ওই হাতের দিকে,
সে হাত ঢুকে গেছে নাবিকের পকেটে
তোমার একলা রেখে।

বোনাস ক্যাকটাস
___________________

৪. নিষিদ্ধ আধাঁর আছে জমাটবদ্ধ করতলে,
ঢেউয়ে ঢেউয়ে ভাঙ্গছে মৌনতার পাহাড়;
দুর্বৃত্তের হাতে আজ ক্ষমতার দন্ড,
জুয়ারি শরীর খোঁজে রাত্রির অভিসার।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

ভালো হইছে। তবে শেষেরটা বেশি ভালো লাগলো।

--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ জনাব ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আহমেদুর রশীদ এর ছবি

আপনাকে দেখি না যে? বর্ষায় কি পাতা ঝরতে নিষেধ আছে?
কবিতা পড়ে ভালো লাগলো।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ঝরাপাতা এর ছবি

দারুন একখান কথা বললেন। আসলে সিলেট থেকে ঢাকায় শিফট করেছি আবার। নতুন জায়গায় সেট হতে একটু সময় লাগছে। এই আর কি। যে কোন দিন আপনার অফিসে ঢুঁ মারতে পারি আগামী মাসে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

পরিবর্তনশীল এর ছবি

হ। থাকেই কই?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ঝরাপাতা এর ছবি

আছি ভাই, এই শহরেই অগনিত মানুষের ভীড়ে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অনিকেত এর ছবি

চমৎকার লাগল।
আর অন্য সবার মত আমারো জিজ্ঞাসা, এত পর পর লেখা আসে কেন?

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ অনিকেত ভাই। পাতা আবার নিয়মিত ঝরা শুরু করবে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নিঘাত তিথি এর ছবি

সবুগুলাই দারুণ।
তবে বোনাসটাই আরো বেশি ভালো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অতিথি লেখক এর ছবি

একদম ঝরাপাতার শব্দের মত অনন্য। তবে পাতা খুব কম ঝরছে...।

রাফি

ঝরাপাতা এর ছবি

ধন্যবাদ নিঘাত তিথি। বোনাসটাই আসল ক্যাকটাস- কাঁটাযুক্ত, বাকীগুলো ফাও।

ধন্যবাদ রাফি। পরিচিত কেউ হবেন নিশ্চয়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতিথি লেখক এর ছবি

খুব দারুন লিখছেন ভাই ।

রেজা সাদেকীন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।