মালা, ম্যারী ক্লের

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ১৫/০৫/২০০৮ - ৪:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

অঞ্জন দত্তের গানের ভক্ত আমি অনেক আগে থেকেই । অঞ্জনের বেশিরভাগ গানগুলোই একেকটা গল্প । 'মালা' গানটি হয়তো অনেকেই শুনেছেন, ঐযে,
'তোমার জংলা পারের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল / আজ বারোই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল' । অদ্ভুত সুন্দর একটা গান । কদিন আগে একটা দারুন মুভি দেখছিলাম 'The Darjeeling Limited', মুভিটা দেখছি হঠাৎ এক সময় ব্যাকগ্রাউন্ডে শুরু হয় ইংরেজি গানটা, আমরা বন্ধুরা তো লাফ দিয়ে উঠলাম, আরে এতো অঞ্জনের মালা ! পরদিনই খুঁজে বের করি গানটা, Where Do You Go To My Lovely, ৬৯ সালের Peter Sarstedt-এর গাওয়া খুবই জনপ্রিয় একটা গান, আমার শোনা হয়নি আগে ।

অনেকেই হয়ত শুনেছেন গানদুটো আর অঞ্জন যে ওই গানটা থেকে ওর মালা গানটা করেছে তাও জানেন । তবে মুভিটা না দেখলে আমি জানতাম না । আমার কাছে দুটো গানই অসাধারণ দুটো সৃষ্টি । দুটো গানের আবেদনই আমার কাছে অনেক । গানদুটোতেই উঠে এসেছে সমাজের খুবই উঁচু শ্রেণীর এক তরুণীর কথা, পিটারের ম্যারী ক্লের, অঞ্জনের মালা । যে কিনা সেই উঁচু থেকে সবই দেখেছে এবং দেখছে । অনেক নামীদামী বিখ্যাত লোকের সাথে তার উঠাবসা, তাকে ঘিরে সব বড় বড় ব্যাপার-স্যাপার । তবু প্রতি রাতে ঘুমের অবচেতনে সে চলে যায় তার অতীতে । গায়ক জানে, সে ছিল তার সাথে, সেই পোঁড়া অতীতের দিনগুলিতে । তার কাছে তাই গায়কের থাকে একটাই আকুতি । শেষবারের মত হলেও যেন সে পিছু ফিরে দেখে, তার সেই অচ্ছুত অতীতকে ।

Peter Sarstedt - Where Do You Go To (My Lovely)

Get this widget | Track details | eSnips Social DNA

অঞ্জন দত্ত - মালা


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আমিও অঞ্জনের ভক্ত। পড়তে পড়তে হারিয়ে গেলাম সেই অতীতে। স্মৃতি জাগানিয়া সব গান গুলি মনে পড়ছে ... অঞ্জন এর গান আমার দুঃখ বিলাস। আজও রাত্রে একা একা অঞ্জন শুনলে চোখে জল চলে আসে......

রবিন

রানা মেহের এর ছবি

ইংলিশ গানটার কথা জানতাম না।
খুব সুন্দর।
ধন্যবাদ শেয়ারের জন্য
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এই গানটির cover version আমি প্রথম শুনি (অঞ্জনের গানটির পর) ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ব্রিটিশ গ্রুপ Right Said Fred-এর কণ্ঠে, খুব সম্ভব, বছর দুয়েক আগে। আর মূলটা প্রথম শুনেছিলাম, আপনারই মতো, 'The Darjeeling Limited' দেখার সময় (যদিও ছবিটির ব্যাপারে আমি আপনার মতো উচ্ছ্বসিত নই মন খারাপ )। পরে গানটি খুঁজে নিয়েছি ইন্টারনেটে।

আমিও আপনার মতো অঞ্জনভক্ত হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

Right Said Fred-এর টাও তো তাহলে শোনা লাগে !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহীন হাসান এর ছবি

গানটি ভাল-লাগলো। ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মুশফিকা মুমু এর ছবি

মুভিটা দেখিনি, গান টা ভালো লাগল। আমি অঞ্জনের এত ভক্ত না কিন্তু কিছু কিছু গান ওর খুব ভালো লাগে। হাসি
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

আমিও অঞ্জন দত্তের বিশাল ফ্যান...গত কয়েকদিন ধরেই সারাদিন কানে বাজছে জেরেমির বেহালা গানটি...

সচল অরূপের রিভিউ পড়ে দেখেছিলাম "দার্জিলিং লিমিটেড"...আপনার দেওয়া গানটা ডাউনলোড করার চেষ্টা করেছিলাম...কিন্তু নেটের স্পিড এতো বাজে, তাই সফলকাম হইনি...

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

পরিবর্তনশীল এর ছবি

অঞ্জন অঞ্জন।
এত বস ক্যান লোকটা!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

লুৎফর রহমান রিটন এর ছবি

অঞ্জন দত্তের গান আমার খুবই পছন্দের।
এমনকি এই চুরি করা গানটিও।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

খেকশিয়াল এর ছবি

নেটে ঘেঁটে কিছু তথ্য পেলাম । পিটারের গানটা শোনার পরে সবাই জানতে চেয়েছে এই ম্যারী ক্লের-এর রহস্য । কে এই ম্যারী ক্লের ? কেউ বলেছে মেয়েদের বিখ্যাত ফ্রেঞ্চ ফ্যাশন ম্যাগাজিন 'ম্যারী ক্লের' এর কথা কেউবা বলেছে নেপলের বিখ্যাত অভেনেত্রী সোফিয়া লরেন এর কথা যিনি কিনা অনেক দরিদ্রদশা থেকে উঠে এসেছিলেন । তবে “The Best of Peter Sarstedt” (EMI, nr. 8297622, Australian CD) এর অ্যালবাম কাভারেই নাকি পাওয়া যায় প্রকৃত ঘটনা । ৬৫ সালের ভিয়েনা, মেয়েটিকে নাকি তিনি পাগলের মত ভালবাসতেন । কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । এক হোটেলে থাকাকালীন সময়ে আগুনে পুড়ে মারা যায় মেয়েটি । গানখানি লেখেন তিনি কোপেনহেগেনে থাকতে । ৯৭ তে তার "England's Lane" অ্যালবামে বের করেন গানটির সিক্যুয়েল, "The Last of the Breed (Lovely 2)" । এই গানটাও শুনলাম, প্রথমটার মত না, তবে অন্যরকম লাগল । এখানে কাহিনী শুরু হয়েছে বিশ বছর পরে । গানটা শুনুন এইখানে

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'ঘটে

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।