ভাল আছি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ১১/০৯/২০০৮ - ৪:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিরক্ত রাগ জমা শত ক্ষোভ
গা গিরগিরি দেয়া যত গালি
ফুলে ফেটে ফুঁসে ওঠা এই শব
থুতু মাখে সব দেয়ালে দেয়ালে

মাথা চেপে হাত গুম ধরে বসা
চোখ নেমে মন ভনভন মাছি
কার্নিশে বসা আদুরে বিড়াল
ম্যাও করে বলা খুব ভাল আছি ।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাইজান, চমৎকার একটা ব্লগিতা হয়েছে। আসলেই কি ভাল আছেন? চিন্তিত
_____________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

খেকশিয়াল এর ছবি

ভয়াবহ রকমের ভাল আছি, খুবই ভয়াবহ রকমের

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ফারুক হাসান এর ছবি

ম্যাও করে বলা খুব ভাল আছি

পরিবর্তনশীল এর ছবি

shesh duita line mathai dhukse
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
কার্নিশে বসা আদুরে বিড়াল
ম্যাও করে বলা খুব ভাল আছি ।

-তা কি খুব জোর করে বলা নয়? এই "ভাল আছি" বলাটা যেন স্বতস্ফূর্ত নয়।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

খেকশিয়াল এর ছবি

হাহা নয় দেখেই তো ম্যাও ধার করার অপচেষ্টা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চমত্কার।

একখান প্রশ্ন: "গালি"র অন্ত্যমিল হিসেবে "শালী" (ধুগো সংশ্লিষ্ট নয়) শব্দটি আপনি কি সচেতনভাবেই এড়িয়ে গেছেন? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

হাহাহাহাহাহা
সন্ন্যাসীদা কেমন আছেন ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

বিরক্ত রাগ জমা শত ক্ষোভ
গা গিরগিরি দেয়া যত গালি
ফুলে ফেটে ফুঁসে ওঠা এই শব
সবই কেটে যায় ধূগো দিলে শালি।


হাঁটুপানির জলদস্যু

খেকশিয়াল এর ছবি

নাহ আপ্নেরা আমারে হাসায়া ছাড়লেন, এখন আসলেই একটা শালি দিত যদি ধুগো তাইলে তো কথাই আছিলো না দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শালি চাইলে ব্লগিতা লেখলে হবে না... শালিতা লেখতে হবে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

নজরুলদা, আমি তাইলে শালিতা লেখা শুরু করতেসি, আপ্নেরা শালি নিয়া রেডি থাইকেন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

বিলাইয়ের মত ভালো আছি বইলা লাভ নাই, বলতে হবে বাঘের মত, পচুর ভালো আছি।


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।