কালো জলে কুচলাতলে ডুবল সনাতন

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ৩০/১০/২০০৮ - ১০:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন ।
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস ।
চিংড়ী মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি ?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় ।
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা ।
পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার
দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার ।
কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা ।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন ।

গানটা বুদ্ধদেব দাসগুপ্ত'র উত্তরা মুভিটা থেকে নেয়া । গেয়েছেন অভিজিৎ বসু । গানটা শুধু শুনেই যাচ্ছি, অদ্ভুত সুন্দর সুরটা থেকে বের হতে পারছি না, ঢোলের মাদকতায় ঢুলছি কেবল ।


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

বেশ ভাল লাগল।
পোস্টানোর জন্য ধন্যবাদ।

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

গানটার এমপিথ্রী আছে আপনার কাছে? তাইলে ই-স্নিপ্সের লিন্কটা দিয়েন।

দৃশা এর ছবি

এখানে পাবেন উত্তরা মুভির দু'টি গান
১। কালো জলে কুচলা তলে
২।মনরে বেঁহুশ হলে
-----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনি আসলেই এক গানের ভান্ডার! অ্যাঁ
আপনাকে ভাবতেছি "ই-স্নিপ্স কুইন" উপাধিতে ভূষিত করবো চোখ টিপি অনেক অনেক ধন্যবাদ হাসি

সবজান্তা এর ছবি

দৃশা আপার বাচ্চা :@

আপনারে তো আমি ধইরা মাইর দিমু। আমি এত আশা কইরা mp3 দুইটা ডাউনলোড করলাম। ডুবলো সনাতন দেখি গান এর চেয়ে আশে পাশে ঘ্যাস ঘ্যাস শব্দ বেশি।

জলদি, আমারে ভদ্র ভার্সন খুঁইজা দেন, নাইলে খারাবি।


অলমিতি বিস্তারেণ

s-s এর ছবি

বেশ ক বছর আগে দেখা ছবি, খুব সুন্দর গান। আরেকটা গান আছে না বালির ওপর দিয়ে মেয়েটা হেঁটে যাবার সময় গায়? ওটা আছে??

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

খেকশিয়াল এর ছবি

সবই আছে, কিন্তু ই-স্নিপ্সে আপ করতে পারছি না, অর্ধেক হয়েই error দিচ্ছে । দেখি কি করা যায় ..

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

শুধু গানই নয়, সিনেমাটাও খুব ভালো লেগেছিলো -

খেকশিয়াল এর ছবি

সিনেমাটা দারুন !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

ঘটণাটা বিচিত্র ! আমি গতকাল থেকে আজ পর্যন্ত তিনবার ঢুকে গানটা শুনলাম, কিন্তু মনের ভুলে কমেন্ট না করেই বের হয়ে এসেছি। এইবার দাঁতে দাঁত চেপে কমেন্ট করে গেলাম।

গানটা ভালো।

পুনশ্চঃ কমরেড, পারলে একটু মেসেঞ্জারে আসেন। আপনার সাথে কিঞ্চিত আলাপ আছে।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আমি তো আছি, তুই ই তো নাই !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পরিবর্তনশীল এর ছবি

গান আর শোনা লাগতো না। কথা পইড়া-ই আউলায় গ্যাসে মাথা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আসিফ মোহাম্মদ আদনান [অতিথি] এর ছবি

ধন্যবাদ বস। সুরটা মাতাল করে দেয়। প্রথম বার শোনার পর কিছুদিন কেবল শুনেই গিয়েছি। কিন্তু গানটার কথাগুলো পুরোপুরি কখনোই ধরতে পারিনি। আরেকবার ধন্যবাদ।

খেকশিয়াল এর ছবি

আবারো শুনতাছি, আহারে .. বান্দরবনের হোয়াইট লেবেল( ক্যামেলিয়ো-টুটুল) খাইয়া গানটার সাথে ঢুলতে মন চাইতাছে !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রানা মেহের এর ছবি

একবার শোনার পর গানটা
আমারো মাথার ভেতর ঢুকে গেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

হিমু এর ছবি

সুরটা অদ্ভূত মিষ্টি। গানের কথাগুলিও ছাপ ফেলে যায়। আপাতদৃষ্টিতে পরস্পরসম্পর্কহীন কতগুলো বাক্য, কিন্তু পুরোটা মিলিয়ে গোটা গানটা একটা ছবি দেখায় শ্রোতাকে। সিনেমাটা দেখবো।

"রহু চন্ডালের হাড়" এর কথা মনে পড়ে গেলো কেন যেন।


হাঁটুপানির জলদস্যু

তিথীডোর এর ছবি

শুনেই যাচ্ছি.....

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শিপলু চন্দ অভি এর ছবি

বুদ্ধেদব দাশগুপ্ত-র উত্তরা ছবির 'সনাতন' গানটি প্রসঙ্গে

কয়েকটি তথ্য অনেকদিন খুঁজছিলাম ।জানাতে পারলে খুবই উপকৃত হব।

উত্তরা মুভির" কালো জলে উছলা তলে" গানটি কার লেখা?
উইকিপিডিয়ার উত্তরা পেইজ থেকে জানলাম মুভিটির মিউজিক দিরেক্টর ছিলেন Biswadep Dasgupta
উনি কি গানটি লিখেছেন? না সংগ্রহ করেছেন?
এটা কি কোন বিশেষ ধারার গান(যেমন : ঘাটু/ ধামাইল)?

তার অন্যান্য গান সংগ্রহ করতে চাই । আপনার কাছে কি এখন আছে?

ভাল থাকবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।