ফুটে

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ২১/০৮/২০০৯ - ৫:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফুটে দেখ ফুল কত
ফুটে কত ডিম যে
ফুটে তবু বোমা গোলা
ধুম ধাম ধ্রিম যে!
ফুটে চোখ দেখো ওই
ছোট কাক ছানাটার
লুটে নিয়ে মানিব্যাগ
ফুটে কে রে কানাটার?
ফুটে যায়..
হুল হায়..
কবি-পোঁদে..
কি ব্যথা!..

চেপে বসে দেয় তা
ফুটে শেষে কবিতা।


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

হিমু এর ছবি

আমজনতার পোদে চন্দ্রবিন্দু না দিলে সহ্য করা যায়। কিন্তু কবির পোঁদে চন্দ্রবিন্দু না দেয়ার হীন ফ্যাসিবাদী চক্রান্ত মেনে নেয়া যায় না। কইষ্যা দিক্কার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

খেকশিয়াল এর ছবি

ভ্রেম হইয়া গেছে, তাউ মোরে ফ্যাসীবাদী কইয়েন না , ঠিক কইরা দিতাছি দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পুতুল এর ছবি

ফুটে যায়..
হুল হায়..
কবি-পোঁদে..
কি ব্যথা!..

কি ব্যথা কবি? নীরব কেনু?

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনিকেত এর ছবি

হা হা হা ----
ভাল হয়েছে শিয়াল'দা---

সুকুমার রায়ের শব্দ-কল্প-দ্রুম নামের যে ছড়াটা আছে---সেইটাও খানিকটা এই ভাব নির্ভরঃ

"ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা--
শাঁই শাঁই পন পন, ভয়ে কান বন্ধ
ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ?"

খেকশিয়াল এর ছবি

গুরুর তো ব্যাপারই আলাদা, সে সব কিছুর শব্দের পিছনে লাগছিল দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

একটা নতুন বাগধারা মাথায় এলো।

কবির পোঁদে চন্দ্রবিন্দু

অবশ্যপালনীয় ছোটখাটো কাজ, যা করা না হলে উদ্দিষ্টের মানহানি ঘটে। যেমন, গুরুজনকে দেখে সালাম দেয়া, সিগারেট লুকানো, সুন্দরী মেয়েদের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকা ইত্যাদি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

খেকশিয়াল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

সুন্দর ছড়া ভাইজান!!

'ভোর হল,দোর খোল
খুকুমণি উঠরে'----ছন্দের দিকে নজরুলের এই ছড়ার সাথে মিল লাগতেছে।

আকাশলীনা।

মামুন হক এর ছবি

কবির পোঁদে চন্দ্রবিন্দু দেঁতো হাসি

চশমাওয়ালি এর ছবি

কবিতা মনোরম হয়েছে।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ, আপনারস চশমা পরার কারণটাও বেশ

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

বেশ মজার ছড়া ।

নৈশী।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূলত পাঠক এর ছবি

খাসা হয়েছে কিন্তু, ফক্সিয়ালভাই। হাসি

কবির উপর মাতব্বরি করা শাস্ত্রবিরুদ্ধ, তাও এমন মজার কবিতার শেষটার আরেক ভার্শন মনে এলো, বলি:

ফুটে যায় হুল হায়
কবি-পোঁদে কী ব্যথা!
চেপে বসে তা দিলেই
ফুটে ওঠে কবিতা।

খেকশিয়াল এর ছবি

হাহাহা আপ্নেরটাই বেশী জোস হইছে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুর্দান্ত এর ছবি

কবির পোঁদে চন্দ্রবিন্দু = কপোঁন্দু, এটি সাহিত্য সমাসে হূল বিভক্তি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জোশ... ফাটায়া
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মণিকা রশিদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মৃদুল আহমেদ এর ছবি

ঢাকায় বসে
একটি সে খেঁকশেয়ালে...
কবির ছবি
আঁকছে বসে দেয়ালে...
যেই ছবি হচ্ছে শেষ
শেয়াল ব্যাটা নিরুদ্দেশ!
যাবার আগে
কবির পোঁদে হুল দিল কোন খেয়ালে?
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

পন্ডিতজি আপনি পারেনও........... গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।