শিরোনামহীন.txt

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেউ জানেনা কয়টা আকাশ
নামিয়ে চোখে হাঁটছি একা
শিশির ধোয়া সূর্য ভোরেও
ঝিমিয়ে পড়া সন্ধ্যা দেখা।

মধ্যরাতের ঘুম হারা চোখ
ক্লাস লেকচার,মনটা ফাকা
শুভ্র খাতার নরোম পাতায়
পেন্সিলে রোজ তোমায় আঁকা।

একলা মনে চুপটি শুয়ে
কান্না চেপে হাসতে চাওয়া
স্মৃতির স্রোতে ক্লান্ত রাতে
তোমায় নিয়ে ভাসতে চাওয়া

অর্থহীনের লিরিক্‌সগুলোয়
ঠোঁট বুলিয়ে তোমায় ছোঁয়া
স্বপ্ন চোখের বৃষ্টি ফোঁটায়
যত্ন করে তোমায় ধোঁয়া

কেউ জানেনা কয়টা জোনাক
জ্বলছে আজো তোমার আশায়
ভিজছি আমি,তোমার আমি
সেই পুরোনো ভালোবাসায়।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

আহেম, কারে বললা?

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

ডরাইয়েন না... আপনেরটা না... চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

O-) মেইন পেইজে দেস নাই কেন?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

স্বপ্নাহত এর ছবি

প্রথমে তো দিবারই চাইসিলাম না...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

স্পর্শ এর ছবি

সুন্দর !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্বপ্নাহত এর ছবি

হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

অর্থহীনের লিরিক্‌সগুলোয়
ঠোঁট বুলিয়ে তোমায় ছোঁয়া
স্বপ্ন চোখের বৃষ্টি ফোঁটায়
যত্ন করে তোমায় ধোঁয়

তিথিটা ক্যাডা?

--------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

কে দিয়ে প্রশ্নটা শুনে উত্তরটা একেবারে ঠোঁটের আগায় চলে আসছিল।

বুঝছিস তো ?? হো হো হো

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

নিঃসঙ্গ এক টুকরো মেঘের মত
অনেক দূরে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তিথীডোর এর ছবি

আহারে,বানান মিললো না...
(খেক খেক)
কিন্তুক কবিতাটা ভালু!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তিথীডোর এর ছবি

"তিথি" কে জন্মদিন শুভেচ্ছা!!

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।