নতুন ট্র্যাকার এবং সহজ মেনু নেভিগেশন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০০৭ - ৬:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে লেখা অনুসরন নামে একটা চমৎকার টুল যোগ করে দেয়া হল। সাতটি ভিন্ন ক্যাটেগরীতে আপনি লেখা ট্র্যাক করতে পারবেন। সাজেশন ছিল সুমন রহমানের কাছ থেকে।

আর লেখা নেভিগেশন আরেকটু সহজতর করা হল। একই ধরনের আইটেম গ্রুপ করে দেয়া হল। সাজেশন ছিল জিকোর কাছ থেকে।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

আপনাদের খালি জ্বালামু। আমি প্রোফাইল আপডেটের অপশন চাই।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টুকিটাকি > প্রায়শ জিজ্ঞাস্য দেখেন

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইরতেজা এর ছবি

আমারা দাবি। http://www.sachalayatan.com/irteja এই রকম ঠিকানা পাওয়া যাবে না বস।
_________________________________
ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইচ্ছা আছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কেমিকেল আলী এর ছবি

জটিল একটা টুল হইছে,
ধন্যবাদ

তারেক এর ছবি

দারুন হইছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

??? এর ছবি

এরপর থিকা নিদ্বিধায় চাঁদ পাইড়া দিবার আব্দারও জানামু দরকার হৈলে। দারুণ জিনিস এইটা!!

আমি এই অপশন থেকে আজিজে আইপড নামক একটা কবিতা ট্র্যাক করে পড়লাম। আগে খেয়াল করি নাই। মন্তব্যও করলাম। কিন্তু সেই মন্তব্য প্রথম পৃষ্ঠায় মুখ দেখাইতেছে না। এইবার আপনার পালা মা.মু।

অনেক ধন্যবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কিছু একটা হইছে যার জন্য কিছু ব্লগে মন্তব্য করলে প্রথম পাতায় আসতেছে না। অরূপের সাথে আলোচনা করে জানাবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

চমকের উপর চমক! এই না হলে সচল দেঁতো হাসি


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

শামীম এর ছবি

চলুক

ঐ মিয়া, লেখাপড়াও কইরেন। আবার সচলায়তনের জন্য ডিফেন্স শিকায় তুইলেন না। হাসি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

দৃশা এর ছবি

মুর্শেদ ভাই সব জটিল হইছে...বুঝলাম।
এতো জনে এতো আবদার করছে...এইবার আমি একখান করি?

দৃশা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কন শুনি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দৃশা এর ছবি

না টাইম শেষ...আবদার পূরণ হইছে...উওর পাওন গেছে।
পরে আবার আবদার করুম...
বাই ডা ওয়ে আপনাগো নয়া গান কই?

দৃশা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তন করতে করতে টাইম শেষ। দেখি আজকে থেকে অন্য কাজে লাগব। সময় পেলে বসব।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।