Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

ছবি জুড়ে দেয়ার সহজ পদ্ধতি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ২১/০৬/২০০৭ - ২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনে রাখবেন ছবি দেয়ার পদ্ধতি দুইটা।

(ক) অন্য ওয়েবসাইটের ছবি
১। উপরে "ছবি" বাটনে ক্লিক করুন।
২। অন্য ওয়েবসাইটের ছবির ঠিকানা পেস্ট করুন।
৩। ওকে ক্লিক করুন।

(খ) আপনার কম্পিউটারের ছবি
১। লেখার নীচে ছবি জুড়ে দেবার আইকনে ক্লিক করুন।

২। একটি নতুন উইন্ডো আসবে। সেখানে আপনার আগে লোড করা ছবি থাকলে সেটা ব্যবহার করতে পারেন।

৩। নতুন ছবি আপলোড করতে ক্লিক করুন "আপলোড" বাটন। ছবি ব্রাউজ করে সিলেক্ট করে ফেলুন। ছবির একটা শিরোনাম (বাধ্যতামূলক) দিন। নীচে ছবি সর্ম্পকে কোন বর্ণনা যুক্ত করতে চাইলে তাও করতে পারেন। তারপর সেটা সংরক্ষন করুন।

৪। এবার যে পেজে ফিরে আসবেন সেখানে ছবির উপর ক্লিক বা ইনসার্ট ক্লিক করুন।

এরপর আপনি ফিরে আসবেন আপনার লেখায়। ও হ্যাঁ ছবির সাইজ ৫০০ কিলোবাইটের এর কম হওয়া প্রয়োজন। ব্যস।

অন্যান্য ফাইল আপলোডের পদ্ধতি
ছবি বা অন্য যে কোন ডকুমেন্ট নীচের পদ্ধতিতে আপলোড করে দিন।

১। লেখার নীচের দিকে ফাইল সংযুক্তি ক্লিক করুন।

২। একটি ফাইল ব্রাউজ করে "যুক্ত কর"তে ক্লিক করুন।

ব্যাস। আপলোড কমপ্লিট।


মন্তব্য

অরূপ এর ছবি

কাজ করে?
টেস্ট করে দেখ.. এটা আগেও ট্রাই করেছিলাম, সুবিধার লাগে নাই

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেক অপশন অদল বদল করতে হইছে। ভালই কাজ করে।
====
মানুষ চেনা দায়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি


====
মানুষ চেনা দায়!

হাসিব এর ছবি

ফরম্যাটিং গাইডবুকে এ্যাড করে দেবো?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অবশ্যই।
====
মানুষ চেনা দায়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসিব ভাই ফরম্যাটিং গাইডবুক আপডেট করে নিয়েন।
====
মানুষ চেনা দায়!

ভাস্কর এর ছবি

হয় কি?


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

??? এর ছবি

বড় ছবি ছোট করার উপায় কি?

ধুসর গোধূলি এর ছবি

হাতুড়ি দিয়ে কয়েকটা বারি দিয়েন আমার নাম কইরা, ছোট না হইয়া যাইবো কই?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

??? এর ছবি

আমার মুর্খতা লৈয়া মশকরা কৈরেন না গোধুলি ভাই। একটু শিখায়া দিলে উপকৃত হই।

ধুসর গোধূলি এর ছবি

অই দেখো, মশকরা করুম ক্যা?
[img=small] এখানে ফটুকের লিংক [/img]

এইভাবে করে দেখেন সুমন ভাই, না হইলে পয়সা ফেরত। হাসি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

??? এর ছবি

এইভাবে কৈলে বুঝি। থ্যাংক্যু।

উৎস এর ছবি


Testing animated gif

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।