দুর পাহাড় - উইনিং

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ২৪/১২/২০০৭ - ১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানটি খুবই সোজা একটি গান। মূলতঃ C Am Dm G এই প্রগ্রেশন ধরে বাজিয়ে গেলেই হবে।

      C
ঐ দুর পাহাড়ের ধারে
    Am
দিগন্তেরই কাছে
   Dm
নিসঙ্গ বসে একটি মেয়ে
G  
গাইছে,
C                  Am                  Dm                 G
আপন সুরে, আপন সুরে, আপন সুরে॥
 
 
C                                Am
আমি সেই সুরেরই টানে
   Dm                       G
ছুটে চলেছি তার পানে
 C                           Am
তার বেদনার সঙ্গী হতে
 Dm                    G
সেই সুর আমায়,
C                 Am            Dm              G
শুধু ডাকে, শুধু ডাকে, শুধু ডাকে॥
 
 
    C                             Am
মনে হয় তার সেই সুরে
        Dm                       G
কত বেদনা আছে লুকিয়ে
 C                                 Am
শত দুঃখেরই রজনী পেরিয়ে
     Dm            G
সেই সুর যেন,
C                       Am                  Dm               G
ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে॥

এমপিথ্রী

Get this widget | Track details | eSnips Social DNA

ডকুমেন্ট

Winning - Dur Pahar
Winning - Dur Paha...
Hosted by eSnips

ভিডিও


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উইনিংয়ের এই গানটা দিয়েই শুরু করলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

guest write rajkonya এর ছবি

এইচ এস সি তে পড়া। দি সলিটারি রিপারের সুন্দর বাঙ্গলা এই গানটা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।