গানটি খুবই সোজা একটি গান। মূলতঃ C Am Dm G এই প্রগ্রেশন ধরে বাজিয়ে গেলেই হবে।
|
C
|
|
ঐ দুর পাহাড়ের ধারে
|
|
Am
|
|
দিগন্তেরই কাছে
|
|
Dm
|
|
নিসঙ্গ বসে একটি মেয়ে
|
|
G
|
|
গাইছে,
|
|
C Am Dm G
|
|
আপন সুরে, আপন সুরে, আপন সুরে॥
|
|
|
|
|
|
C Am
|
|
আমি সেই সুরেরই টানে
|
|
Dm G
|
|
ছুটে চলেছি তার পানে
|
|
C Am
|
|
তার বেদনার সঙ্গী হতে
|
|
Dm G
|
|
সেই সুর আমায়,
|
|
C Am Dm G
|
|
শুধু ডাকে, শুধু ডাকে, শুধু ডাকে॥
|
|
|
|
|
|
C Am
|
|
মনে হয় তার সেই সুরে
|
|
Dm G
|
|
কত বেদনা আছে লুকিয়ে
|
|
C Am
|
|
শত দুঃখেরই রজনী পেরিয়ে
|
| Dm G |
|
সেই সুর যেন,
|
|
C Am Dm G
|
| ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে॥ |
এমপিথ্রী
|
ডকুমেন্ট
| Winning - Dur Paha... |
| Hosted by eSnips |
ভিডিও
মন্তব্য
উইনিংয়ের এই গানটা দিয়েই শুরু করলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এইচ এস সি তে পড়া। দি সলিটারি রিপারের সুন্দর বাঙ্গলা এই গানটা।
নতুন মন্তব্য করুন