পরী - বাপ্পা মজুমদার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১৭/০২/২০০৮ - ৮:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
G#  A#m C# G#
G#                       Fm
আজ তোমার মন খারাপ মেয়ে
A#m                      D#
তুমি আনমনে বসে আছ
G#                      Fm
আকাশ পানে দৃষ্টি উদাস

           C#                       D#

আমি তোমার জন্য এনে দেবো
G#                 Cm                           C#       D#
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
       G#                                   D#
সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।
 
G#                      Cm
আজ তোমার চোখের কোনে জল
Fm
বৃষ্টি অবিরাম কাঁদে,
C#                                    D#
তোমার সাথে সাথে, আমার পথে পথে।।
C#                                  D#
আমি তোমার জন্য এনে দেবো
G#
রোদেলা সে ক্ষণ
Cm                                   C#                      D#
পাখিকে করে দেবো তোমার আপনজন
G#                                            D#
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
 
G#                      Cm
আজ তোমার জোছনা হারায় আলো
Fm
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

C#                   D#

যখন তখন, বিষাদ করে ভর।।
C#                                 D#
আমি তোমার জন্য এনে দেবো
G#
অঝর শ্রাবন,
Cm                                C#          D#
আকাশ ছোঁয়া জল জোছনা
G#                                           D#
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

এমপিথ্রী

Get this widget | Track details | eSnips Social DNA

ডকুমেন্ট

Bappa - Pori
Bappa - Pori.doc
Hosted by eSnips

মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরেকটা পোস্ট দিলাম। নিজ ব্লগে প্রকাশিত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফাহিম এর ছবি

নিচের কর্ডিংটা ট্রাই করে দেখতে পারেন...

pori

পোলাপাইন ডট কমে এই গানটার সাউন্ডট্র্যাক পাওয়া যায়। তবে বেজ কর্ড কোন কারনে এক স্টেপ আপ করা। ওভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অর্ণব এর ছবি

স্ট্রামিং প্যাটার্নটা কীরকম?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।