খুঁজি তোমাকে খুঁজি

মেঘ এর ছবি
লিখেছেন মেঘ (তারিখ: শনি, ১৫/০৯/২০০৭ - ১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৭.০৫.০৭

দেহের মীমাংসা দেহ দিয়ে হয়
অনেকেই একে রিরংসা ও কয়
যখন বুঝিনি মনের ভাষা অস্তিত্ব
তখন ছিলাম ভালো, এ কি সত্য?

এখন মন জানি মন বুঝি
রিপুর তৃপ্তির চাইতে বেশি খুঁজি
কথা বলে ভালো লাগা
শব্দে শব্দে সেতু বাঁধা

জীবনানন্দের ‘বোধ’ মাথা জুড়ে
কি স্বস্তি পাবা দেহ খুঁড়ে?
‘মন’ চাই মনের মতো, উদ্ধত-অবনত
নারী বা পুরুষ যে বুঝবে উল্লাস ক্ষত

সমান করে নেবে ব্যথা আনন্দের ভাগ
তার জন্যে বসে আছি, মেলে বোধের প্রাণ পরাগ


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

আগেরটায় উত্তম জাঝা দিয়েছিলাম, এবার কেবল জাঝা দেয়া হলো হাসি


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

মেঘ এর ছবি

মেঘ
পড়ছেনে এই যথেষ্ট। সচল এ লিখে আরাম নেই। না কেউ পড়ে না রেটিং দেয়:(

মেঘ

হাসান মোরশেদ এর ছবি

হাসি

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

সচলে পাঠক সংখ্যা কম সেটা ঠিক। তবে আস্তে আস্তে যে বাড়বে সে বিষয়েও সন্দেহ নেই হাসি


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

দ্রোহী এর ছবি
মেঘ এর ছবি

মেঘ
আশায় আশায়

মেঘ

নিশাত এর ছবি

অসাধারন!!!!!!!!!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।