খাদ্য

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ১৫/০৮/২০০৯ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

যারা পাতা ভালোবাসে
তারা উঠানে ঘাসের চাষ করে
আর যারা দুগ্ধ ভালোবাসে
তারা গাই পোষে

যারা আমিষ ভালোবাসে
তাদের গহীন বনে যাতায়াত
তাদের আলোকাটা কুঠার
কখনো সখনো তারা হরিণ পোষে

হরিণ আমিষ খাদক, পাতা খাদক
সকলেরই প্রিয় খাদ্য!


মন্তব্য

শাহেনশা সিমন এর ছবি

এত কিছু খেয়ে যদি না ভরে এই মনটা
খাও তবে কচুপোড়া, খাও তবে ঘন্টা

কবিতা পড়ে এটাই মনে হলো দেঁতো হাসি

মণিকা রশিদ এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি

.......................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

রিলেটিভ প্রোনাউনের আতিশায্যে লেখার টোনটা ভালো লাগছে।

মণিকা রশিদ এর ছবি

আতিশায্যে? বেশী হয়ে গেছে বলছেন...?

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

বেশী তো বটেই। "যারা-তারা কিংবা তাদের" এটা তো ঘুরে ফিরে এলো। একারনে একটা আলাদা টোন তৈরি হলো এবং আমার ভালো লাগলো।

যদিওবা মানুষ এর ছবি

আবারও সেই চমকের গভীর কবিতা। খুব ভালো লাগে আপনার কবিতাগুলো। খুব গুছানো চিন্তা ভাবনা। দারুণ!!

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ।আপনার কবিতাও ভালোলাগে।

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতাটা পড়তে বেশ ভালোই লেগেছে। কিন্তু ভেতরের মেসেজ ধরতে পারলাম না! এমন অলস পাঠক আমি। হাসি
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

মণিকা রশিদ এর ছবি

." ভেতরের মেসেজ ধরতে পারলাম না! "
--দরকার তো নাই পান্থ, পড়েছেন এইজন্যে ধন্যবাদ।
.......................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নাজমুস সামস [অতিথি] এর ছবি

ভালো লেগেছে মাংসভোজী আর তৃণভোজীদের উপমা! পাতাখাদকরা হরিণ কিভাবে খায় বুঝলাম না।
নাজমুস সামস

মণিকা রশিদ এর ছবি

পাতা খাদকরা হরিণ কিভাবে খায়......ধরেন স্বপনের মধ্যে খায়, বা ঘোরের মধ্যে খায়...আথবা হয়ত ঐ হরিণ আসলে হরিণই নয়......

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নাজমুস সামস [অতিথি] এর ছবি

ধর নিচ্ছি শাসিত কিচ্ছু হচ্ছে হরিণ তবে কি শাসিতরা শাসিতদরে খেতে পছন্দ করে?

মণিকা রশিদ এর ছবি

আপনি যদি শাসিতদের প্রান্তিক পর্যন্ত দেখেন...তবে... হয়ত...

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

কবি, কবিতা পড়ে এই কবিতার কথা মনে হলো - হরিণদের জন্য থাকে শুধু শানিত অস্ত্র, অপেক্ষায়!

“কাল, মৃগী আসিবে ফিরিয়া;
সকালে – আলোয় তাকে দেখা যাবে –
পাশে তার মৃত সব প্রেমিকেরা প’ড়ে আছে।
মানুষেরা শিখায়ে দিয়েছে এইসব।
আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাবো,
মাংস খাওয়া হ’লো তবু শেষ?
কেন শেষ হবে?
কেন এই মৃগদের কথা ভেবে ব্যাথা পেতে হবে
তাদের মতন নই আমিও কি?
কোনো এক বসন্তের রাতে
জীবনের কোনো এক বিস্ময়ের রাতে
আমাকেও ডাকেনি কি কেউ এসে জ্যোস্নায় – দখিনা বাতাসে
ওই ঘাইহরিণীর মতো?”

ক্যাম্পে/জীবনানন্দ

মণিকা রশিদ এর ছবি

ভালো লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ।
.......................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।