মূক চৈতন্যের কথকতা (৬)

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: সোম, ১৭/০৩/২০১৪ - ১০:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১।
চুপচাপ উঠে আসো
থইথই বসে থাকো মেঝের ওপর
তুমি কি বন্যার জল,
কবে ফিরে যাচ্ছ সাগরে?

২।
শিকড় রক্তেই থাকে
তার থেকে তুমি বাড়ো
অথবা সে তোমার থেকে বাড়ে
ফিরে যেতে হয় তার কাছে
অথবা সে তোমার কাছে ফেরে!

৩।
আমাদের মায়েরা যেমন
শর্তহীন হাতগুলো
কপালে সময়মতো রাখে
আমাদের শিশুরাও তাই-
কপাল বাড়িয়ে দিয়ে
উষ্ণতার নদী নিয়ে আসে
রুগ্ন শীতল দুই হাতে।

৪।
ইচ্ছে হলো হাওয়া আর
অইখানে পাথরে পাথর ঘষে
জ্বালাচ্ছ আগুন
তার পরিণাম জানো?
তৈলাক্ত প্রদীপ নিয়ে
শুষ্ক জঙ্গলে বসে আছি!

৫।
প্রাণে কোনো আস্থা নেই
মৃত্যুর দিকেই হেঁটে যাবো
বিপন্ন হতে হতেই এমন পতন, ভাবি
সে যদি এমন করে
অবিরত না ডাকতো আর!

৬।
বিস্তীর্ণ আকাশ-
প্রশ্রয়ে রয়েছে কতো মেঘ-
কতো ডানা
শুধু বৃষ্টিকে রেখেছো সংকটে
অর্থহীন শূন্যে তোমার
উড়তে জানে না!

৭।
বহুকাল আগে থেকে বিরোধে জড়িত জীবন
ভেঙে ভেঙে- ভেঙে গেছে
নামবার সিঁড়ি
আকাশ হাতের কাছে
এতো উঁচু থেকে আর মাটিতে জন্মানো ঘাস গুনতে পারি না।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চমৎকার কবিতায় খুব খুব ভাললাগা।।।

-masum.badal
মাসুম বাদল

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

বিস্তীর্ণ আকাশ-
প্রশ্রয়ে রয়েছে কতো মেঘ-
কতো ডানা
শুধু বৃষ্টিকে রেখেছো সংকটে
অর্থহীন শূন্যে তোমার
উড়তে জানে না!

চমত্কার ।। ভাল লাগা রইল।।

অতিথি লেখক এর ছবি

প্রাণে কোনো আস্থা নেই
মৃত্যুর দিকেই হেঁটে যাবো
বিপন্ন হতে হতেই এমন পতন, ভাবি
সে যদি এমন করে
অবিরত না ডাকতো আর!

পড়ে ভালো লাগলো। ভাল থাকুন।
-------------বাংলার পাই

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- পড়েছেন জেনে ভালো লাগল

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ। দারুণ লাগল ছোট ছোট চিত্রকল্পগুলো। ৩ ভালো লাগল সবচেয়ে বেশি। এরপরই ৪,৫। হাসি

মণিকা রশিদ এর ছবি

হাসি থ্যাঙ্কু, রনিজু!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

রোমেল চৌধুরী এর ছবি

খুব ভাল লেগেছে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

দীনহিন এর ছবি

বিস্তীর্ণ আকাশ-
প্রশ্রয়ে রয়েছে কতো মেঘ-
কতো ডানা
শুধু বৃষ্টিকে রেখেছো সংকটে
অর্থহীন শূন্যে তোমার
উড়তে জানে না!

মুখস্ত করে নিয়েছি, মণিকাদি! এই অনবদ্য লাইনগুলি মাথায় রেখে দিতেই হয়েছে, পথে চলতে চলতে ভাবব শব্দগুলি নিয়ে, জানি, সীমাহীন অর্থ জমানো রয়েছে এই ছোট্র কাব্যদ্বীপটিতে!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

মণিকা রশিদ এর ছবি

হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিকেত এর ছবি

আপনার সিরিজিটা দিদি অসাধারণ!
সবগুলোই সুন্দর কেবল ৬ নম্বরটা এবার আমাকে আচ্ছন্ন করে রেখেছে---

আনন্দম!

মণিকা রশিদ এর ছবি

:/ পড়েছেন জেনে খুশি!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

স্যাম এর ছবি

মুগ্ধ!

মণিকা রশিদ এর ছবি

থ্যাঙ্কু! হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

আয়নামতি এর ছবি

অতি চমৎকার!

অতিথি লেখক এর ছবি

মণিকা রশিদ , একটা মেসেজ দিতে চেয়েছেন। এখানেই আপনার সৌন্দর্য।

Shah Waez (শাহ্‌ ওয়ায়েজ।)
Facebook

..............................................................................................
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল

সাফিনাজ আরজু এর ছবি

খুব চমৎকার! আপনার কবিতাগুলো এত অদ্ভুত হয় মনিকাদি ডুবে থাকি অনেকক্ষণ। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ঝিঝি পোঁকা এর ছবি

এ পর্বটি বরাবরের মতনই অসাধারণ দিদি ৷বেশ খানিকটা সময় ধরে শব্দগুলো অনুভবে থাকে ৷

---------------------ঝিঝি পোঁকা

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

গান্ধর্বী এর ছবি

ভালো লাগল চলুক

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নীড় সন্ধানী এর ছবি

নামবার সিঁড়ি
আকাশ হাতের কাছে
এতো উঁচু থেকে আর মাটিতে জন্মানো ঘাস গুনতে পারি না।

এই দৃশ্যটা কল্পনা করলে মাথায় অগুনতি সবুজ ভর করে। অসাধারণ লেগেছে সবগুলাই।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মণিকা রশিদ এর ছবি

অনতিক্রম্য দূরত্ব! মন খারাপ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মূক চৈতন্যের কথকতা চলুক। ভালো লাগার বাইরে হঠাৎ হঠাৎ কোন কোনটা মাথায় একটা ঘাই মেরে যায়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

অমিতাভ দাশগুপ্তের কবিতায় পড়ছিলাম- অসুখী মানুষেদের আশ্রয় নাকি কবিতা! কী জানি! মন খারাপ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

রকিবুল ইসলাম কমল এর ছবি

দারুণ! নিচের লাইন গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে!

আমাদের মায়েরা যেমন
শর্তহীন হাতগুলো
কপালে সময়মতো রাখে
আমাদের শিশুরাও তাই-
কপাল বাড়িয়ে দিয়ে
উষ্ণতার নদী নিয়ে আসে
রুগ্ন শীতল দুই হাতে।

মণিকা রশিদ এর ছবি

ঃ(শুভেচ্ছা রইলো

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফাহিম হাসান এর ছবি

আমাদের মায়েরা যেমন
শর্তহীন হাতগুলো
কপালে সময়মতো রাখে
আমাদের শিশুরাও তাই-
কপাল বাড়িয়ে দিয়ে
উষ্ণতার নদী নিয়ে আসে
রুগ্ন শীতল দুই হাতে।

ভালও লেগেছে

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

Dibyendu Saha এর ছবি

শিকড় রক্তেই থাকে
তার থেকে তুমি বাড়ো
অথবা সে তোমার থেকে বাড়ে
ফিরে যেতে হয় তার কাছে
অথবা সে তোমার কাছে ফেরে !

Oshadharon. How could you write it! I am speachless

Dibyendu Saha এর ছবি

শিকড় রক্তেই থাকে
তার থেকে তুমি বাড়ো
অথবা সে তোমার থেকে বাড়ে
ফিরে যেতে হয় তার কাছে
অথবা সে তোমার কাছে ফেরে !

Oshadharon. How could you write it! I am speachless

Dibyendu Saha এর ছবি

শিকড় রক্তেই থাকে
তার থেকে তুমি বাড়ো
অথবা সে তোমার থেকে বাড়ে
ফিরে যেতে হয় তার কাছে
অথবা সে তোমার কাছে ফেরে !

Oshadharon. How could you write it! I am speechless

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।