বিষাদ সুন্দর

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: রবি, ০১/১১/২০০৯ - ১১:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শূন্যের গভীর নীলে দৃষ্টির সাঁতার, যেন ফেলে এসেছো
লোকালয় থেকে বহুদূরে
আত্মার উজ্জ্বল স্থিতি জীবনের অব্যক্ত ভার
সুখ নয়, জ্বালা নয়, গোঙ্গানীর কারুকার্য নয়,
তোমারে সুন্দর করে নির্মোহ বিষাদ!

উদাস-উদাসী থাকো
বিষন্ন মেঘলা দিনে একদা হঠাৎ
পেয়ে যাবে , আমি জানি
আত্ম-উন্মীলনে পোড়া জীবাশ্মের স্বাদ!

সেইখানে বইবেনা আগামীর ব্যস্ততম নদী, নৃত্যপারঙ্গমা কোনো মাছের চলন
দেবদারু পাখা ঢাকা কংক্রীট শিল্প
থাকবেনা নিরংকুশ বাণিজ্য জঙ্গল।

সেইখানে পেরেনিয়াল সফেদ লিলি
নিজস্ব রাজার ধন, বনেদী পুকুর
চিন্তার বারান্দা জুড়ে গন্ধবতী শ্যাওলা জমা হবে।
বাতাস সেখানে শুধু বিহাগ বাজাবে
ফেলে আসা আব্যক্ত সব ভার, একাকী মেঘের পুঞ্জ, ভোরের শিশির
গোপন ভ্রমণে যাবে আপন রাস্তায়
ইছামতি যাওয়া আসা শুধু!

পরাজয় লুকিওনা
নির্মোহ বিষাদে কর' একান্ত সে বাগানের বহুমুখী চাষ,
সুন্দর!


মন্তব্য

অনিকেত এর ছবি

মুগ্ধতা জানিয়ে গেলাম---

নিরন্তর শুভেচ্ছা...

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে ।

_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

'ফেলে আসা অব্যক্ত সব ভার, একাকী মেঘের পুঞ্জ, ভোরের শিশির
গোপন ভ্রমণে যাবে আপন রাস্তায়
'- ভাল লাগল

স্বপ্নদ্রোহ

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"বাতাস সেখানে শুধু বিহাগ বাজাবে"

কবি শব্দটা কি "বেহাগ" হবে?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

পান্ডব দা, রাগ 'বেহাগ' কে কিন্তু 'বিহাগ'ও বলা হয়। আমি যদ্দুর জানি উত্তর ভারতে একে'বিহাগ' ই বলা হয়। ভুল ও হতে পারে আমার। আপনাকে অনেক ধন্যবাদ।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

পান্থ রহমান রেজা এর ছবি

আগেরগুলোর মতো লাগলো না!
.......................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মণিকা রশিদ এর ছবি

তাও পড়েছেন, ধন্যবাদ এইজন্যে।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

হাসান মোরশেদ এর ছবি

আপনার কবিতায় আবুল হাসানের ঘ্রান পাই। ঐ যে বধুটি হারিয়ে গেলো, রাজহাঁস দেখে তার কথা মনে পড়লো। আহা কি সমুহ বিষাদ, কি গভীর সুন্দর।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ, হাসান ভাই!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।