আতিথেয়তা

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: মঙ্গল, ০২/০২/২০১০ - ৮:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গোপন সাঁতারু তুমি চেনো
সমুদ্রের গভীর উত্তাপ;
বৈজ্ঞানিক বর্জ্য বুকে নিয়ে কাঁদে কি সমুদ্র মাঝরাতে?
রেখেছিলে চোখ তার চোখে
নীল নাকি ঘোলাজল খেলে;
দেখেছিলে লোভীদের বস্তুনিষ্ঠ কোপ কেমন মেরেছে কোটি মাছ
সেইসব নিরুত্তাপ রক্ত- ছিলে ছুঁয়ে অনুশোচনায়?
আকন্ঠ সাঁতার শেষে- মেখেছিলে বাহুর অস্তিনে
মোহনার কিছু অভিশাপ ;
অস্থির তিমির আস্ফালনে পেয়েছো গোপন কিছু পাপ?

কঠিন সাঁতারু বৈঠাহীন, জলকে ভাসাতে দাও বিগত বিস্মৃত কিছু কাঠ
নারীও বিলোত কিছু অতিপ্রিয় আঁচল বিলাস
আঁচলে কাচুলী বেঁধে দিয়ে- শৈল্পিক পাল সম্পূর্ন হত!

গোপন সাঁতারু, জল ডাকে; আবার সময় হলে এসো
উত্তাপে-ঘোলাজলে-নীলে, কিছুটা দক্ষিনের এই রোদে
বেড়ানো তো হত!

এতোসব অবাঞ্ছিত কৌপীন
জলেরই ভূষন কেন হবে
তোমরাও শৈত্য ভুলে গিয়ে কখনো কখনো ভেবে দেখো
নিয়মিত অত্যাচারে জল কেমন গর্জনে পার ভাঙ্গে।

গোপন সাঁতারু বুকে নিও সমুদ্রের অপেক্ষার কিছু দিন
উত্তাপ কিছুটা তারও প্রাপ্য--নগ্ন হয়ে আলিঙ্গন দিও।
সমুদ্রের সকল তটই খোলা
সমুদ্রের শরীর নীলকন্ঠ
সমুদের দীর্ঘ বক্ষ জুড়ে-- মানুষেরই সভ্যতার গোঙানী!
তবুও সে বেঁচে বেড়ে চলে--তুমি হলে তার বড় প্রিয়
তুমি তারে শিশির দিয়েছো
তোমায় সে বিবস্ত্র দ্যাখেনি!


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি ঠিক নিশ্চিত না অর্থটা ঠিক ঠিক ধরতে পারলাম কিনা। তবে তাতে ক্ষতি নেই, আমার কবিতা ভালো লেগেছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ,পাণ্ডব দা!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

অনেক অর্থবহ লেখা। এর থেকে অনেক কিছুই বুঝা যায়। সভ্যতার বিকাশে কী ভাবে পরিবেশ কুলশিত হচ্চে সেটাও বুঝা যায় আবার একজন বিপদগামী নারী কীভাবে জীবন কাটায় সেটাও বুঝা যায়। ধন্যবাদ আপু। অনেক ভালো লাগলো।

কামরুজ্জামান স্বাধীন।(দলছুট)

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ আপনাকে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

দুর্দান্ত এর ছবি

ভেজা ভেজা একটি কবিতা। ঠান্ডা ঠান্ডা লাগে।

মণিকা রশিদ এর ছবি

হাহা! উষ্ণ শুভেচ্ছা রইল সেজন্যে!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফারাবী [অতিথি] এর ছবি

এতোসব অবাঞ্ছিত কৌপীন
জলেরই ভূষন কেন হবে
তোমরাও শৈত্য ভুলে গিয়ে কখনো কখনো ভেবে দেখো
নিয়মিত অত্যাচারে জল কেমন গর্জনে পার ভাঙ্গে।

কবিতাটা জলের মতই হয়েছে, নানা মনে নানা আকার নেবে। সেটাই ভাল, সেটাই এখনও কাব্যপ্রেমীদের সান্তনা।

কবিতাভাল লেগেছে।আমার মনে যেটুকু সামগ্রিক আকার পেয়েছে তা উদ্ধৃত করলাম।

মণিকা রশিদ এর ছবি

আপনার মন্তব্য খুব ভাল লাগলো। ভাল থাকুন।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তিথীডোর এর ছবি

"বুঝেছি কি বুঝি নাই, সে তর্কে কাজ নাই/
ভালো আমার লেগেছে যে; রইলো সে কথাই..."

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মণিকা রশিদ এর ছবি

নিজের মত বোঝাই তো ভাল। ভাল লেগেছে জেনে কৃতজ্ঞতা জানাই তোমাকে। ভালো থেক।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তানবীরা এর ছবি

মণির কবিতার মতোই হয়েছে, শান্ত আর স্নিগ্ধ

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মণিকা রশিদ এর ছবি

তাই? তোমার নতুন লেখা কই তানবীরা?
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সুমন সুপান্থ এর ছবি

গোপন সাঁতারু তুমি চেনো
সমুদ্রের গভীর উত্তাপ

এইসব চিনে নিতে নিতে নাবিক খুঁজে পাক অচেনা বন্দর ।
কবিতাটা ভালো লাগলো ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মণিকা রশিদ এর ছবি

সেই! সাঁতারু/নাবিক তার গন্তব্য খুঁজে পাক! গন্তব্য ঠিক করা যদিও তারও চেয়ে অনেক কঠিন!

____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।